নিট-পিজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঝুঁকি এড়াতে কেন্দ্রীয় সরকার এবং ন্যাশনাল বোর্ড অফ এডুকেশন (এনবিই) এক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে। এই নতুন ব্যবস্থা অনুযায়ী, পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার মাত্র দু’ঘণ্টা আগে তৈরি করা হবে। মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের এবং এনবিই-এর সূত্রে এই তথ্য জানা গিয়েছে। চলতি মাসেই নিট-পিজি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও কয়েকটি সংবাদমাধ্যমে জানানো হয়েছে।
এই পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবার। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিদল সাইবার অপরাধ দমন বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে। বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রশ্ন ফাঁসের সম্ভাবনা এড়াতে পরীক্ষার মাত্র দু’ঘণ্টা আগে প্রশ্নপত্র তৈরি করা হবে।
উল্লেখ্য, গত ২৩ জুন স্নাতকোত্তর স্তরের ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট-পিজি হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে তা স্থগিত হয়ে যায়। এতে প্রশ্ন ফাঁসের কারণেই পরীক্ষা স্থগিত করা হয়েছে এমন জল্পনা শুরু হয়।
ঘটনাচক্রে, নিট-পিজি আয়োজক প্যানেল ‘ন্যাশনাল বোর্ড অফ এগ্জ়ামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস’ ২১ জুন পড়ুয়াদের সতর্ক করে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। সেখানে বলা হয়েছিল যে, সমাজমাধ্যমে কিছু ব্যক্তি প্রশ্ন বিক্রি করার নামে পড়ুয়াদের বোকা বানানোর চেষ্টা করছে। পড়ুয়াদের এই ফাঁদে না পড়ার জন্য সতর্ক করা হয়। প্যানেল বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা নিট-পিজির আগে নিয়মিত নজরদারি চালিয়েছিল। সেই নজরদারির মাধ্যমেই জানা গিয়েছে যে, কিছু মানুষ এই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে প্রতারণা করার চেষ্টা করছে।