নয়াদিল্লি: বৃহস্পতিবার গুজরাত এবং হিমাচলপ্রদেশ বিধানসভা নির্বাচনের ভোটগণনা। গুজরাতে সপ্তম বারের জন্য প্রত্যাবর্তন বিজেপি-র। ঐতিহ্য রক্ষা করে হিমাচলপ্রদেশে জিতল কংগ্রেস।
গুজরাত
নির্বাচন কমিশন জানায়, ১৮০-র গুজরাত বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজেপি জিতেছে ১৫৬টি আসনে। অন্য দিকে, কংগ্রেস, আপ এবং অন্যান্যর ঝুলিতে গিয়েছে যথাক্রমে ১৭, ৩ এবং ১টি আসন।
হিমাচলপ্রদেশ
৬৮ আসনের হিমাচলপ্রদেশ বিধানসভায় কংগ্রেস ৪০টি আসনে জিতে ক্ষমতা দখল করল। বিজেপি এবং অন্যরা যথাক্রমে ২৫ এবং ৩টি আসনে জয়ী।
এমনিতে প্রতি পাঁচ বছর অন্তর শাসকদল পরিবর্তন হয় হিমাচলপ্রদেশে। তবে বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছিল, এ বার কার্যত রেকর্ড গড়ে টানা দু’বার ক্ষমতায় আসার অপেক্ষায় গেরুয়া শিবির। কিন্তু পর্যন্ত কংগ্রেস জিতে যাওয়া বুথ ফেরত সমীক্ষার ফল নিয়ে প্রশ্ন উঠে গেল।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।