নয়াদিল্লি: ভারতে করোনা সংক্রমণ বাড়ল। তবে এটা অস্বাভাবিক কিছু নয়। টেস্ট বাড়লে স্বাভাবিক নিয়মেই সংক্রমণ কিছুটা বাড়ে। তবে আগের সপ্তাহের বৃহস্পতিবারের তুলনায় এ দিন সংক্রমণ কিছুটা কমই রেকর্ড করা হয়েছে।
নতুন সংক্রমণ একটু বাড়ল
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তথ্য অনুযায়ী বৃহস্পতিবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৪৬ লক্ষ ৬৬ হাজার ২৪১। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪১৯ জন। গত বৃহস্পতিবার নতুন সংক্রমণ ছিল ৯ হাজার ৭৬৫।
গত ২৪ ঘণ্টায় ভারতে ১২ লক্ষ ৮৯ হাজার ৯৮৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এ দিন সংক্রমণের হার ছিল ০.৭৩ শতাংশ। বর্তমানে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ৯৪ হাজার ৭৪২ জন। অর্থাৎ মোট রোগীর মাত্র ০.২৭ শতাংশ রোগীই এখন বর্তমানে চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী বেড়েছে ১ হাজার ৯ জন।
সংক্রমণ কোথায় কেমন
সংক্রমণ তুলনামূলক ভাবে বেশি থাকা রাজ্যগুলিতে গত ২৪ ঘণ্টায় পরিসংখ্যান জেনে নিন।
১) কেরল– ৫,০৩৮
২) মহারাষ্ট্র– ৮৯৩
৩) তামিলনাড়ু– ৭০২
৪) পশ্চিমবঙ্গ– ৫৭৪
৫) মিজোরাম– ৩২০
৬) অন্ধ্রপ্রদেশ – ১৮১
৭) কর্নাটক– ৩৯৯
সংক্রমণের থেকে অনেকটাই কম ছিল সুস্থতা
গত কয়েকদিনের ধারা বদলে গেল বৃহস্পতিবার। নতুন সংক্রমণের থেকে অনেকটাই কম রেকর্ড করা হয়েছে সুস্থতার সংখ্যাটিকে। সে কারণে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৮ হাজার ২৫১ জন। এর ফলে এখনও পর্যন্ত ভারতে মোট সুস্থ হলেন ৩ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার ৩৮৮ জন। ভারতে সুস্থতার হার পৌঁছে গিয়েছে ৯৮.৩৬ শতাংশে।
মৃতের সংখ্যা আরও কমল
মৃতের সংখ্যা বেশ আরও অনেকটাই কমে গেল ভারতে। গত ২৪ ঘণ্টায় দেশে ১৫৯ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এর ফলে ভারতে এখনও পর্যন্ত মৃতের সংখ্যাটি বেড়ে হয়েছে ৪ লক্ষ ৭৪ হাজার ১১১। ভারতে বর্তমানে মৃত্যুহার রয়েছে ১.৩৭ শতাংশ।
আরও পড়তে পারেন
অক্ষরেখার জন্য আজ বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে, শুক্রবার থেকে দাপট বাড়বে উত্তুরে হাওয়ার
গঙ্গা-ভাঙন রোখার কাজে কেন্দ্রের ‘নমামি গঙ্গে’ প্রকল্পের টাকা চান মমতা বন্দ্যোপাধ্যায়