RBI

ওয়েবডেস্ক: গত পাঁচ বছরে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) সরকারি খাতে ২.৫ লক্ষ কোটি টাকা স্থানান্তরিত করেছে। সেই হিসাব থেকেই স্পষ্ট হয়ে ধরা পড়েছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। পরিসংখ্যান বলছে, ওই পাঁচ বছরে আরবিআই নিজের আয়ের ৭৫ শতাংশ অর্থই দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারকে।

গত সোমবার আরবিআই এবং কেন্দ্রের প্রতিনিধিদের উপস্থিতিতে যে বৈঠক হয়, সেখানেও কেন্দ্রীয় ব্যাঙ্কের উদ্বৃত্ত সঞ্চয় থেকে ৮,০০০ কোটি টাকার অংশিদারিত্ব আদায় করেছে সরকার। যে টাকার বিনিময়ে সরকারি বন্ড কিনবে আরবিআই। তার পরেই উঠে আসে এই তথ্য-পরিসংখ্যান।

আরও পড়ুন: কেন্দ্র রিজার্ভ ব্যাঙ্কের ঘাড়ে চাপতেই পতনের মুখে শেয়ার বাজার!

জানা গিয়েছে, কেন্দ্রের খাতে আরবিআই ২০১৩-১৪ এবং ২০১৭-১৮-র আয়-ব্যয় এবং উদ্বৃত্ত স্থানান্তরের রিপোর্ট খতিয়ে দেখে ক্যাগ (কম্পট্রলার অ্যান্ড অডিটর জেনারেল)। সেখান থেকেই জানা যায়, ২০১৫-১৬ আর্থিক বছরে আরবিআইয়ের বার্ষিক আয়ের ৮৩ শতাংশই স্থানান্তর করা হয়েছে কেন্দ্রের হাতে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here