একটি ভিডিও বার্তায় লেবাননকে সতর্ক করে দিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যদি হিজবুল্লাকে তাঁদের দেশে কার্যকলাপ চালাতে দেওয়া হয়, তবে গাজার মতোই ধ্বংসের মুখে পড়তে পারে লেবানন।
ইজরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের উপকূলে হিজবুল্লার বিরুদ্ধে তাদের অভিযান আরও তীব্র করেছে। অতিরিক্ত সেনা মোতায়েন করেছে এবং সেখানকার সাধারণ নাগরিকদেরদের এলাকা খালি করার পরামর্শ দিয়েছে।
এমন পরিস্থিতিতে লেবাননের জনগণের উদ্দেশে নেতানিয়াহু বলেন, “হিজবুল্লার প্রভাব থেকে নিজেদের দেশকে মুক্ত করুন, তা না হলে দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং ধ্বংসের মুখে পড়তে হবে, যেমন গাজায় দেখা যাচ্ছে”। তিনি বলেন, “আপনাদের কাছে লেবাননকে বাঁচানোর সুযোগ রয়েছে, তাতে আপনাদের দেশ ধ্বংস এড়াতে পারবে।”
এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে, ইজরায়েলি বন্দর শহর হাইফায় হিজবুল্লা রকেট হামলা চালানোর দায় স্বীকার করার পর ইজরায়েল ও হিজবুল্লার মধ্যে সংঘর্ষ আরও বৃদ্ধি পেয়েছে। ইজরায়েল জানিয়েছে, লেবানন থেকে ৮৫টি রকেট ইজরায়েলের সীমান্তে আঘাত হেনেছে। হিজবুল্লা হুমকি দিয়েছে, ইজরায়েলি হামলা অব্যাহত থাকলে তারা সে দেশের শহর ও গ্রামগুলোতে আক্রমণ চালাতে থাকবে।
প্রসঙ্গত, এই সংঘাত শুরু হয়েছিল ২০২৩ সালের ৭ অক্টোবর , যখন হামাস ইজরায়েলে আক্রমণ চালিয়ে এক হাজারেরও বেশি বেসামরিক নাগরিককে হত্যা করে। এরপর থেকে হিজবুল্লা ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে লিপ্ত রয়েছে। নেতানিয়াহু নিজের বার্তায় বলেন, “আমরা হিজবুল্লার শক্তি দুর্বল করে দিয়েছি; হাজার হাজার সন্ত্রাসবাদীকে ধ্বংস করেছি, যার মধ্যে হিজবুল্লা নেতা হাসান নাসরাল্লাহও রয়েছে।”