বেনামি টাকা অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখলে ৭ বছরের জেল হবে বলে জানিয়ে দিল আয়কর দফতর। দফতর জানায়, ‘বেনামি লেনদেন আইন’ অনুযায়ী এই শাস্তি হবে বলে জানাল দফতর।
কালো টাকা সঞ্চয়কারীরারা বেশ কিছু অ্যাকাউন্টে তাঁদের কালো টাকা জমা করে তা সাদা টাকায় পরিণত করছে বলে খবর। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি)-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আয়কর দফতরকে নির্দেশ দেয়।
‘বেনামি সম্পত্তি লেনদেন আই ১৯৮৮’ গত ১ নভেম্বর থেকেই বলবৎ করা হয়েছে। এই আইন স্থাবর ও অস্থাবর দু’রকম সম্পত্তির বিষয়েই সমান কার্যকরী। কর আদায়কারী এই আইন বলে বেনামি আমানতকারী ও অ্যাকাউন্ট মালিক উভয়কেই দোষী সাব্যস্ত করতে পারে। এই আইনে কালো টাকার আসল মালিককে ‘বেনিফিশিয়াল ওনার’ ও অ্যাকাউন্ট মালিককে ‘বেনামিদার’ বলে চিহ্নিত করা হয়েছে। এই দু’জন বা এই কাজে সাহায্যকারী যে কেউ এই আইনের আওতায় পড়বেন এবং তাঁর কঠোর শাস্তি হিসেবে ১ থেকে ৭ বছর পর্যন্ত জেল হতে পারে।
পাশাপাশি আয়কর দফতর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান-সহ ঋণ গ্রহীতা, আর্থিক লেনদেনকারী ও বড় অঙ্কের নগদ ব্যাঙ্কে জমা করেছেন এমন ব্যক্তিদের অ্যাকাউন্ট ব্যালেন্স দেখাতে নির্দেশ দিয়েছে।
বিভাগীয় সূত্রের খবর, ২০০ কোটি টাকার কালো টাকা রয়েছে ভারতে। বিভিন্ন রাজ্যে তল্লাশি চালিয়ে তার মধ্যে ৫০ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। আয়কর দফতরের তরফ থেকে দেশ জুড়ে বেশ কিছু সন্দেহ জনক ব্যাঙ্ক অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে।