ajit-singh

ওয়েবডেস্ক: গোঁজ প্রার্থী দিয়ে বিরোধী জোটকে কিছুটা বেকায়দায় ফেলার আশাও রীতি মতো মাঠে মারা গেল। উত্তরপ্রদেশের কইরানা লোকসভার উপনির্বাচনে বিজেপিকে কিছুটা হলেও বিপাকে বিপাকে ফেলল নির্দল প্রার্থী কানওয়ার হাসানের দলগ্রহণ।

আগামী ২৮ মে উপনির্বাচন হতে চলেছে ওই কেন্দ্রে। বিজেপির প্রার্থী হয়েছেন প্রয়াত সাংসদ হুকুম সিংয়ের মেয়ে মৃগাঙ্কা সিং। কিন্তু উল্টো দিকে প্রার্থী বলতে এক জনই। যেখানে বিজেপির বিরুদ্ধে প্রার্থী হয়েছেন বিএসপির প্রাক্তন সাংসদ (২০০৯) তাবাসুম হাসান। তবে তিনি লড়ছেন অজিত সিংয়ের রাষ্ট্রীয় লোকদলের প্রতীকে। আবার কংগ্রেস এবং সমাজবাদী পার্টিও পৃথক কোনো প্রার্থী দেয়নি।

আরও পড়ুন: কর্নাটক অতীত, বিজেপি বিরোধী-জোটের অ্যাসিড টেস্ট সাতদিন পরের এই উপনির্বাচনে

স্বাভাবিক ভাবেই ওই কেন্দ্রের নির্দল প্রার্থী, এলাকার পরিচিত মুখ কানওয়ারকে নিয়ে অনেকটাই আশা ছিল বিজেপির। মুসলিম অধ্যুষিত এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওই নির্দল প্রার্থীকে সৌজন্যে একাংশের ভোট কাটাকুটি সহজ ছিল, তা প্রায় নিশ্চিত। কিন্তু বৃহস্পতিবার নির্দল কানওয়ার দলগ্রহণ করলেন। তিনি এ দিন আরএলডি-তে যোগ দিলেন আনুষ্ঠানিক ভাবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কইরানায় প্রায় ২০ হাজার ভোট বিজেপি-বিরোধীরা হাসিল করে নিলেন কানওয়ারের দলগ্রহণে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here