ভারত এখন বিশ্বের বৃহত্তম প্লাস্টিক দূষণকারী দেশ। সম্প্রতি এক গবেষণা দেখা গিয়েছে, প্রতি বছর প্রায় ৯.৩ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য পরিবেশে ফেলে ভারত। গবেষণায় বলা হয়েছে, এই পরিমাণ প্লাস্টিক দিয়ে ৬০৪টি তাজমহল ভরানো সম্ভব। সম্প্রতি প্রকাশিত এই গবেষণায় চিনকে টপকে শীর্ষে উঠে এসেছে ভারত।
ইউনিভার্সিটি অফ লিডস-এর গবেষকরা জানিয়েছেন, ভারতের ৯০ শতাংশের বেশি প্লাস্টিক দূষণ অপ্রক্রিয়াজাত পৌর বর্জ্য থেকে আসে, যা অনেক ক্ষেত্রেই জমিতে পুড়িয়ে ফেলা হয়। ২০২০ সালে বিশ্বজুড়ে ৫২ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য পরিবেশে ছড়ানো হয়েছে, যেখানে ভারত, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, চিন ও পাকিস্তান শীর্ষ দূষণকারী দেশ হিসেবে চিহ্নিত হয়েছে।
গবেষকরা জানিয়েছেন, দুই-তৃতীয়াংশ প্লাস্টিক দূষণ অব্যবস্থাপিত বর্জ্য থেকে আসে। যদিও ২০২২ সাল থেকে ভারত সরকার একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করেছে, তবুও প্লাস্টিক ব্যাগ শুধুমাত্র দূষণের একটি ক্ষুদ্র অংশ তৈরি করে।
নুন-চিনি তো কোন ছার, মানবমস্তিষ্কেও প্লাস্টিকের কণা, বিশ্বব্যাপী এমার্জেন্সি ঘোষণার দাবি
গবেষণায় আরও উঠে এসেছে যে ভারতের প্লাস্টিক দূষণের ৫৩.৪ শতাংশ আসে পৌর বর্জ্য থেকে এবং ৩৮.২ শতাংশ জমি ব্যবহারের স্থানে বর্জ্য পুড়িয়ে ফেলার মাধ্যমে। লিডস-এর গবেষক এড কুক বলেন, ‘‘ভারতের গ্রামীণ এলাকাগুলির বর্জ্য ব্যবস্থাপনার পরিস্থিতি এখনও বেশ খারাপ, যা সরকারি পরিসংখ্যানে অন্তর্ভুক্ত নয়।’’
গবেষণা অনুযায়ী, আফ্রিকার সাব-সাহারা অঞ্চল ভবিষ্যতে বিশ্বের বৃহত্তম প্লাস্টিক দূষণকারী অঞ্চলে পরিণত হতে পারে।