খবর অনলাইন ডেস্ক: ইন্ডিয়া জোট অন্তত ২৯৫টি আসনে জিতবে। এ কথা বলেছেন ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খারগে।
শনিবার ছিল লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট। সাধারণ নির্বাচনের পর ভবিষ্যৎ কার্যক্রম কী হবে তা নিয়ে আলোচনা করতে জোটের নেতারা এ দিন দিল্লিতে খারগের বাসভবনে মিলিত হন।
বৈঠকের পরে এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সভাপতি বলেন, “আমরা অন্তত ২৯৫টি আসনে জিতবই। এটা জনগণের সমীক্ষা। এর ভিত্তিতেই বলছি আমরা ২৯০-এর বেশি আসন পাচ্ছিই। আমাদের গণনার দিন সতর্ক থাকতে হবে।”
মল্লিকার্জুন খারগে বলেন, “আজ আমরা আড়াই ঘণ্টা ধরে মিটিং করেছি। বিভিন্ন বিষয়ে, বিশেষ করে নির্বাচন নিয়ে আমাদের কথা হয়েছে। নির্বাচনে আমাদের যে দুর্বলতা ছিল তা নিয়েও আমরা কথা বলেছি এবং তা থেকে কী শিক্ষা আমরা পেলাম সে নিয়েও আমাদের আলোচনা হয়েছে। গণনার দিন আমাদের প্রস্তুতি কেমন হবে তা নিয়েও কথা হয়েছে।”
কংগ্রেস, সিপিএম, সিপিআই, ডিএমকে, আপ, আরজেডি, শিব সেনা (উদ্ধব ঠাকরে), এনসিপি (শরদ পওয়ার), জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রবীণ নেতারা এ দিনের বৈঠকে হাজির ছিলেন। বৈঠকে উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আপ নেতা ভগবন্ত সিং মান, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও কে সি বেনুগোপাল, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ডিএমকে প্রধান এমকে স্টালিন, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা, আরজেডি নেতা তেজস্বী যাদব প্রমুখ।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিনের বৈঠকে আসতে পারেননি। তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন, এ দিন কলকাতা-সহ রাজ্যের ৯টি আসনে ভোট থাকায় তাঁর পক্ষে বৈঠকে থাকা সম্ভব হবে না। জম্মু-কাশ্মীরের পিডিপি প্রধান মেহবুবা মুফতিও এ দিনের বৈঠকে গরহাজির ছিলেন।
আরও পড়ুন
৪৫ ঘণ্টার ধ্যান শেষে বিবেকানন্দ রক থেকে বেরোলেন মোদী
পশ্চিমবঙ্গ ছাড়া শেষ দফার ভোটপর্ব শান্তিতেই, ৩টে পর্যন্ত ভোটের হার ৪৯.৬৮%