ভারত ও চিনের মধ্যে পূর্ব লাদাখের দেপসাং ও দেমচক অঞ্চলে টানাপোড়েন অবশেষে সমাপ্ত হয়েছে। নির্ধারিত সময়সীমা মেনে দুই দেশের সেনাবাহিনী সম্পূর্ণভাবে সরে গিয়েছে বলে সেনা সূত্রে জানা গেছে। আজ, দীপাবলির দিন দুই দেশের সেনাদের মধ্যে মিষ্টি বিনিময়ের পরিকল্পনা রয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, বর্তমানে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (LAC) দুই দেশের সেনা বাহিনীর অবস্থান পরিবর্তনের বিষয়টি যাচাই করার কাজ চলছে। দ্রুতই এই অঞ্চলে নিয়মিত টহলদারি শুরু হবে এবং এর জন্য স্থল কমান্ডাররা বিশেষ পরিকল্পনা করবেন।
চিনের ভারতীয় রাষ্ট্রদূত সু ফেইহং কলকাতায় জানান, গত সপ্তাহে রাশিয়ায় ব্রিকস সম্মেলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। দুই নেতার মধ্যে গৃহীত সিদ্ধান্ত ভবিষ্যতে ভারত-চিন সম্পর্কের উন্নয়নের জন্য দিকনির্দেশ হিসেবে কাজ করবে।
সম্প্রতি কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল যে, পূর্ব লাদাখে টহলদারি সম্পর্কিত একটি সমঝোতা হয়েছে, যা ২০২০ সালে গালওয়ানের সংঘর্ষের পর শুরু হওয়া চার বছরের সামরিক অচলাবস্থা অবসানের দিকে নিয়ে যাবে।
তার পরেই চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান এক সাংবাদিক বৈঠকে বলেন, “সাম্প্রতিক সময়ে চিন এবং ভারত কূটনৈতিক ও সামরিক স্তরে সীমান্ত সম্পর্কিত বিষয়গুলো নিয়ে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছে। এখন উভয় পক্ষই প্রাসঙ্গিক বিষয়ে একটি সমাধান পেয়েছে, যা চিন অত্যন্ত মূল্যায়ন করে।”
তিনি আরও বলেন, আগামী দিনে ভারতকে সঙ্গে নিয়ে এই সমাধানগুলি কার্যকর করার জন্য কাজ করবে চিন। বিস্তারিত পড়ুন এখানে: লাদাখ সীমান্তে অচলাবস্থা কাটাতে ভারতের সঙ্গে চুক্তি, সত্যতা স্বীকার করল চিন