দেশ
ভারতে দৈনিক করোনা সংক্রমণের হার নামল ১.২৫ শতাংশে
দেখে নিন আজকের করোনা আপডেট…

খবর অনলাইন ডেস্ক: আচমকা করোনা সংক্রমণ বেড়ে গিয়েছে কেরলে। যার জেরে সারা যখন ধীরে ধীরে ঝিমিয়ে আসছে কোভিডের সংক্রমণ, তখন কেরলের পরিস্থিতি রীতিমতো চিন্তাদায়ক। তবে মঙ্গলবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের পেশ করা পরিসংখ্যানে দেখা যাচ্ছে, পরিস্থিতি কিছুটা বদলেছে।
নতুন আক্রান্ত ১০ হাজারের নীচে
স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, এ দিন ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৬ লক্ষ ৭৬ হাজার ৮৩৮। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১০২ জন। এ দিন কেরলে নতুন করে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩৬১ জন। যা আগের দিনের থেকে প্রায় অর্ধেক।
এ দিন ভারতে সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ৭৭ হাজার ২৬৬ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে ৬ হাজার ৯১৬ জন। বর্তমানে দেশে মাত্র ১.৬৬ শতাংশ কোভিডরোগী বর্তমানে চিকিৎসাধীন।
সুস্থ হলেন ১৫ হাজারের একটু বেশি
এ দিকে দৈনিক সুস্থতার সংখ্যা গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৯০১ জন সুস্থ হয়েছেন। এর ফলে দেশে এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৩ লক্ষ ৪৫ হাজার ৯৮৫ জন। দেশে সুস্থতার হার বর্তমানে রয়েছে ৯৬.৯০ শতাংশ।
মৃতের সংখ্যা কমল
গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডের কারণে মৃত্যু হয়েছে ১১৭ জনের। এর ফলে এখনও পর্যন্ত ভারতে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫৩ হাজার ৫৮৭ জনের। ভারতে মৃত্যুহার এখন ১.৪৪ শতাংশের ঘরে এসে গিয়েছে।
দৈনিক সংক্রমণের হারের ওঠানামা
গত ২৪ ঘণ্টায় ৭ লক্ষ ২৫ হাজার ৫৭৭টি নমুনা পরীক্ষা হয়েছে। ফলে এ দিন দৈনিক সংক্রমণের হার ছিল ১.২৫ শতাংশ।
তবে সামগ্রিক সংক্রমণের হার আরও কমছে। ২৫ জানুয়ারি পর্যন্ত ভারতে মোট ১৯ কোটি ৩০ লক্ষ ৬২ হাজার ৬৯৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এর বিপরীতে এখন মাত্র ৫.৫৩ শতাংশ মানুষ আক্রান্ত হচ্ছেন। এই সংক্রমণের হার আগামী দিনে আরও কমবে এই আশা করাই যায়।
টিকাকরণ
১৬ জানুয়ারি থেকে দেশ জুড়ে চলছে স্বাস্থ্যকর্মীদের টিকাকরণ। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ৪ লক্ষ ৮ হাজার ৩০৫ জন। এখনও পর্যন্ত ২০ লক্ষ ২৩ হাজার ৮০৯ জন করোনার টিকা পেয়েছেন।
আরও পড়তে পারেন: ট্র্যাক্টর মিছিলের আগে দিল্লি-হরিয়ানা টিকরি সীমানায় ব্যারিকেড ভেঙে দিলেন কৃষকরা
দেশ
করোনা নির্দেশিকার মেয়াদ বেড়ে ৩১ মার্চ, সমস্ত রাজ্যকে সাবধানতা অবলম্বন করার পরামর্শ কেন্দ্রের
কেন বাড়ল নির্দেশিকার মেয়াদ? কী বলল স্বরাষ্ট্রমন্ত্রক?

খবর অনলাইন ডেস্ক: কোথাও কোথাও ইতিবাচক পরিস্থিতি দেখা গেলেও করোনা সংকট থেকে এখনও মুক্ত নয় দেশ। পরিস্থিতি বিবেচনা করে সারা দেশে করোনা নির্দেশিকার মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়ে সমস্ত রাজ্যকে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিল স্বরাষ্ট্রমন্ত্রক।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উদ্দেশে একটি চিঠি লিখেছেন। চিঠিতে সমস্ত রাজ্যকে সতর্কতা ও কঠোর নজরদারি বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
কী বলছে স্বরাষ্ট্রমন্ত্রক
স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে, ‘করোনা ভাইরাস সম্পর্কিত নির্দেশিকা কঠোর ভাবে অনুসরণ করা উচিত। সংশ্লিষ্ট প্রশাসনের জারি করা নির্দেশিকা অনুসরণ করে সমস্ত কাজকর্মে অনুমতি দেওয়া হয়েছে। তবে প্রতিবেশী দেশগুলির সঙ্গে বাণিজ্য এবং পণ্য আমদানি-রফতানিতে কোনো বাধা থাকবে না।
মন্ত্রক আরও বলেছে, গত কয়েক মাসের তুলনায় দেশে সক্রিয় রোগী এবং নতুন করে আক্রান্তের সংখ্যা যথেষ্ট হ্রাস পেয়েছে। তবে, মহামারি থেকে পুরোপুরি মুক্ত হওয়ার জন্য, সতর্কতা এবং নিবিড় ভাবে পর্যবেক্ষণ প্রয়োজন।
কী এই করোনা নির্দেশিকা
করোনা মহামারি মোকাবিলায় গত ২৭ জানুয়ারি নতুন করে নির্দেশিকা জারি করে স্বরাষ্ট্রমন্ত্রক। ওই নির্দেশিকায়, কোভিড স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হল, থিয়েটারগুলিতে একশো শতাংশ দর্শক নিয়ে চালানোর অনুমতি দেওয়া হয়। সাধারণের জন্য সুইমিং পুলও ব্যবহার করার অনুমতি দেওয়া হয়। এক রাজ্যে থেকে অন্য রাজ্যে মানুষ এবং পণ্য পরিবহণের উপর থেকেও সমস্ত রকমের বিধিনিষেধ তুলে নেওয়া হয়।
আন্তর্জাতিক উড়ানেও বেড়েছে বিধিনিষেধের মেয়াদ
আন্তর্জাতিক যাত্রীবাহী উড়ানের উপর বিধিনিষেধের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার অসামরিক বিমান পরিবহণমন্ত্রকের তরফে বিবৃতিতে দিয়ে জানিয়ে দেওয়া হয়, এই বিধিনিষেধের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।
অসমারিক বিমান পরিবহণমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তর্জাতিক বাণিজ্যিক যাত্রীবাহী বিমান পরিবহণের উপর বিধিনিষেধের মেয়াদ ৩১ মার্চ, ২০২১ পর্যন্ত বাড়িয়েছে। বিজ্ঞপ্তির বৈধতা ৩১ মার্চ রাত ২৩.৫৯টা পর্যন্ত কার্যকর থাকবে।
কেন বাড়ল বিধিনিষেধের মেয়াদ
ভারতের শেষ কয়েকদিনের করোনা-গ্রাফ নতুন করে সতর্কতামূলক ইঙ্গিত দিচ্ছে। শনিবার সকালে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা পার হল ১৬ হাজারের গণ্ডি, অন্য দিকে শুধুমাত্র মহরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা আট হাজারের উপরে! অর্থাৎ, সারা দেশে মোট আক্রান্তের ৫০ শতাংশের বেশি শুধুমাত্র এই একটি রাজ্যেই।
বিস্তারিত পড়ুন এখানে: নতুন করে কোভিড আক্রান্তের ৫০ শতাংশের বেশি একটি রাজ্যেই
দেশ
আন্তর্জাতিক উড়ানের উপর বিধিনিষেধের মেয়াদ বাড়াল কেন্দ্র
৩১ মার্চ পর্যন্ত বাড়ল বিধিনিষেধের মেয়াদ!

নয়াদিল্লি: আন্তর্জাতিক যাত্রীবাহী উড়ানের উপর বিধিনিষেধের মেয়াদ বাড়াল কেন্দ্রীয় সরকার। শুক্রবার অসামরিক বিমান পরিবহণমন্ত্রকের তরফে বিবৃতিতে দিয়ে জানিয়ে দেওয়া হয়, এই বিধিনিষেধের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।
অসমারিক বিমান পরিবহণমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তর্জাতিক বাণিজ্যিক যাত্রীবাহী বিমান পরিবহণের উপর বিধিনিষেধের মেয়াদ ৩১ মার্চ, ২০২১ পর্যন্ত বাড়িয়েছে। বিজ্ঞপ্তির বৈধতা ৩১ মার্চ রাত ২৩.৫৯টা পর্যন্ত কার্যকর থাকবে।
তবে এই নিষেধাজ্ঞা দুই দেশের মধ্যে চলাচলকারী সমস্ত বিমানের উপর কার্যকর নয়। যেমন এই বিধিনিষেধ আন্তর্জাতিক পণ্যবাহী বিমান চলাচলের ক্ষেত্রে অনুমোদিত বিমানের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরিস্থিতি অনুযায়ী বাছাই করা কিছু যাত্রাপথে নির্দিষ্ট কিছু উড়ানকে অনুমতি দেওয়া যেতে পারে।
প্রসঙ্গত গত বছরের মার্চ মাসে করোনাভাইরাস অতিমারির জেরে আন্তর্জাতিক বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করে ভারত। তার পরে বিভিন্ন দেশের সঙ্গে ‘এয়ার বাবল’ তৈরি করে বর্তমানে আন্তর্জাতিক বিমান পরিষেবা চলছে। পুরোদস্তুর পরিষেবা এখনও চালু হয়নি। ফলে এমনিতেই স্বাভাবিকের থেকে অনেক কম আন্তর্জাতিক বিমান চলছে।
এরই মধ্যে গত ডিসেম্বরে করোনার নতুন প্রজাতির সংক্রমণ নিয়ে ব্রিটেনে নতুন করে উদ্বেগ বেড়ে যাওয়ার কারণে সেই পরিষেবাও বন্ধ রাখা হয়। পরে অবশ্য সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল।
আরও পড়তে পারেন: যৌন হয়রানির অভিযোগকে কার্পেটের নীচে চেপে রাখা যায় না: সুপ্রিম কোর্ট

খবর অনলাইন ডেস্ক: ভারতের শেষ কয়েকদিনের করোনা-গ্রাফ নতুন করে সতর্কতামূলক ইঙ্গিত দিচ্ছে। শনিবার সকালে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা পার হল ১৬ হাজারের গণ্ডি, অন্য দিকে শুধুমাত্র মহরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা আট হাজারের উপরে! অর্থাৎ, সারা দেশে মোট আক্রান্তের ৫০ শতাংশের বেশি শুধুমাত্র এই একটি রাজ্যেই।
নতুন আক্রান্ত ১৬ হাজারের বেশি
স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী শুক্রবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ১০ লক্ষ ৭৯ হাজার ৯৭৯। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪৮৮ জন।
এ দিন ভারতে সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ৫৯ হাজার ৫৯০ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী বেড়েছে ৩ হাজার ৬০৪ জন। বর্তমানে দেশে ১.৪৪ শতাংশ কোভিডরোগী চিকিৎসাধীন। আগের দিন এই হার ছিল ১.৪১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা আগের দিনের থেকে কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ১১৩ জনের, এর মধ্যে ৪৮ জনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। ভারতে এখন মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৫৬ হাজার ৯৩৮। মৃত্যুহার ১.৪২ শতাংশের আশেপাশে রয়েছে।
দৈনিক সুস্থতার সংখ্যাটি এ দিন ফের ১২ হাজারের উপরে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২ হাজার ৭৭১ জন। দেশে এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৭ লক্ষ ৬৩ হাজার ৪৫১ জন। দেশে এখন সুস্থতার হার রয়েছে ৯৭.১৪ শতাংশ।
মহারাষ্ট্রের করোনা-পরিস্থিতি
শেষ ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৩৩৩। এই সময়কালে সুস্থতার সংখ্যা যথাক্রমে ৪ হাজার ৯৩৬।
মহারাষ্ট্রে এখনও পর্যন্ত মোট আক্রান্ত ২১ লক্ষ ৩৮ হাজার ১৫৪, সুস্থ হয়েছেন ২০ লক্ষ ১৭ হাজার ৩০৩ জন, মৃত ৫২ হাজার ৪১ জন। বর্তমানে চিকিৎসাধীন ৬৮ হাজার ৮১০ জন কোভিডরোগী।
পশ্চিমবঙ্গের করোনা-পরিস্থিতি
রাজ্যের কোভিড পরিস্থিতির বিশাল অবনতি না হলেও, সামান্য চিন্তা তৈরি করছে বইকি। দু’দিন পর রাজ্যে সংক্রমণের হারটি ফের ১ শতাংশের ওপরে উঠে গিয়েছে। এ দিকে দৈনিক সংক্রমণ এবং দৈনিক সুস্থতার সংখ্যায় পার্থক্যটাও কমতে শুরু করেছে। কিছুদিনের মধ্যে রাজ্যে দৈনিক সুস্থতা ফের দৈনিক সংক্রমণের নীচে চলে আস্তে পারে, এমন আশঙ্কাও করা হচ্ছে।
বিস্তারিত পড়তে পারেন এখানে ক্লিক করে: রাজ্যের সংক্রমণের হার বেড়ে ফের ১ শতাংশের ওপরে, সক্রিয় রোগী কমল মাত্র ১০
-
প্রযুক্তি3 days ago
রান্নার গ্যাসের ভরতুকির টাকা অ্যাকাউন্টে ঢুকেছে কি না, কী ভাবে দেখবেন
-
দেশ18 hours ago
পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোট, কলকাতায় ভোট ২৬ ও ২৯ এপ্রিল
-
কলকাতা2 days ago
শুধু দড়ি বেঁধে ম্যানহোলের কাজ করতে নেমে কুঁদঘাটে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ শ্রমিক
-
প্রযুক্তি2 days ago
সোশ্যাল, ডিজিটাল মিডিয়া নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ কেন্দ্রের