নয়াদিল্লি: দেশে আরও কমল করোনার দৈনিক সংক্রমণ। নতুন সংক্রমণ কমে আটশোর নীচে চলে এল। পাশাপাশি, সক্রিয় রোগীর সংখ্যাও অনেকটাই কমল। তবে সামান্য বেড়েছে মৃতের সংখ্যা।
ভারতের করোনা তথ্য
ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৭৯৫ জন। এর ফলে দেশে মোট কোভিডরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ কোটি ৩০ লক্ষ ২৯ হাজার ৮৪৯ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২৮০ জন। এর ফলে মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা এখন বেড়ে হয়েছে ৪ কোটি ২৪ লক্ষ ৯৬ হাজার ৩৬৯ জন। ভারতে বর্তমানে সুস্থতার হার রয়েছে ৯৮.৭৬ শতাংশে।
গত ২৪ ঘণ্টায় ৫৪৩ জন সক্রিয় রোগী কমেছে দেশে। এর ফলে ভারতে এখন মোট সক্রিয় রোগী রয়েছেন ১২ হাজার ৫৪ জন। অর্থাৎ বর্তমানে মাত্র ০.০৩ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ভারতে ৫৮ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এর ফলে ভারতে এখন মোট মৃতের সংখ্যা হয়েছে ৫ লক্ষ ২১ হাজার ৪১৬। দেশে বর্তমানে মৃত্যুহার রয়েছে ১.২১ শতাংশ।
উল্লেখযোগ্য রাজ্যগুলিতে গত ২৪ ঘণ্টার সংক্রমণ
১) কেরল – ২৫৬
২) মহারাষ্ট্র – ৫২
৩) কর্নাটক – ৩৮
৪) তামিলনাড়ু – ২১
৫) পশ্চিমবঙ্গ – ১২
৬) ওড়িশা -৫
৭) রাজস্থান-৮
৮) দিল্লি– ৬১
আরও পড়তে পারেন
১৫ দিনে ১৩ বার বৃদ্ধি, শতরান হাঁকানোর কাছাকাছি চলে গেল ডিজেলও
রাহুল গান্ধীর নামে নিজের সমস্ত সম্পত্তি লিখে দিলেন উত্তরাখণ্ডের বৃদ্ধা
রাজ্য বিজেপিতে ব্রাত্যই থাকলেন সায়ন্তন, এ বার বাদ পড়লেন কর্মসমিতি থেকেও
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।