নয়াদিল্লি: ভারতে করোনা সংক্রমণের পরিস্থিতি আরও কিছুটা ভালো হল মঙ্গলবার। এক ধাক্কায় নতুন সংক্রমণ নেমে এসেছে আটশোর নীচে।
ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৭৯৬ জন। এর ফলে দেশে মোট কোভিডরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ কোটি ৩০ লক্ষ ৩৬ হাজার ৯৩৮ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৪৬ জন। এর ফলে মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা এখন বেড়ে হয়েছে ৪ কোটি ২৫ লক্ষ ৪ হাজার ৩২৯ জন। ভারতে বর্তমানে সুস্থতার হার রয়েছে ৯৮.৭৬ শতাংশে।
গত ২৪ ঘণ্টায় ১৬৯ জন সক্রিয় রোগী কমেছে দেশে। এর ফলে ভারতে এখন মোট সক্রিয় রোগী রয়েছেন ১০ হাজার ৮৮৯ জন। অর্থাৎ বর্তমানে মাত্র ০.০৩ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ভারতে ১৯ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এর ফলে ভারতে এখন মোট মৃতের সংখ্যা হয়েছে ৫ লক্ষ ২১ হাজার ৭১০। দেশে বর্তমানে মৃত্যুহার রয়েছে ১.২১ শতাংশ।
দিল্লিতে করোনা সংক্রমণ এখনও কিছুটা বেশিই রয়েছে। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৩৭ জন। তবে মহারাষ্ট্রে সংক্রমণ কমে মাত্র ৪২-এ এসে ঠেকেছে। এ দিকে, কেরলে এখন থেকে আর কোভিডের রিপোর্ট প্রকাশ করা হবে না।
আরও পড়তে পারেন
কড়া নিরাপত্তার মধ্যে ভোট দিচ্ছে আসানসোল, বালিগঞ্জ
নওয়াজের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বরাবরই ভালো, সেই সূত্রেই কি শাহবাজকে দ্রুত অভিনন্দন জানালেন মোদী?
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।