Rahul-Gandhi3

ওয়েবডেস্ক: বিজেপি-আরএসএসের কয়েক জন নেতা ভারতকে তাদের দাস বানিয়েছে। শাসকের বিরুদ্ধে এমনই তীব্র তোপ দাগলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

সোমবার সন্ধ্যায় দিল্লির তালকাটরা স্টেডিয়ামে দলের ওবিসি সম্মেলনে বক্তব্য রাখছিলেন রাহুল। সেখানে তিনি বলেন, বিরোধীরা সংঘবদ্ধ হলে বিজেপিকে হারানো সম্ভব। রাহুল বলেন, “বিজেপি এবং আরএসএসের দু’তিনজন নেতার কাছে ভারত দাস হয়ে গিয়েছে। এই কারণেই বিরোধীদের শক্তি কতটা সেটা বোঝাতে হবে তাদের। আগামী এক বছরের মধ্যে সেই শক্তি বুঝতে পেরে যাবেন।”

এই সভায় কৃষকদের দুরবস্থা নিয়েই বিজেপিকে তোপ দাগেন কংগ্রেস সভাপতি। তিনি বলেন, “পনেরো জন শিল্পপতিকে দেওয়া হয় আড়াই লক্ষ কোটি, কিন্তু কৃষকরা কিছুই পায়নি। ঋণ মকুব করা হল এই পনেরো জনের জন্য। অথচ কৃষকদের ঋণ মকুব করা হল না। কৃষকদের আত্মহত্যা লেগেই রইল।”

কেন্দ্র সত্যিকারের দক্ষ লোকদের দিকে বিশেষ নজর দেয় না বলেও অভিযোগ করেন রাহুল। তিনি বলেন, “কৃষকরা কত পরিশ্রম করেন। অথচ তাদের দিকে নজর দেওয়ার একটুও সময় আপনার হয় না মোদীজি।”

 

 

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here