Homeখবরদেশ'সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর, আপসহীন অবস্থান বজায় থাকবে', ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর বার্তা জয়শঙ্করের

‘সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর, আপসহীন অবস্থান বজায় থাকবে’, ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর বার্তা জয়শঙ্করের

প্রকাশিত

ভারত ও পাকিস্তানের মধ্যে টানা কয়েকদিন ধরে চলা মিসাইল, ড্রোন ও গোলাগুলির লড়াইয়ের অবসান ঘটিয়ে শনিবার বিকেল ৫টা থেকে সম্পূর্ণ যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণার ঠিক পরেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কড়া বার্তা দেন সন্ত্রাসের মদতদাতাদের উদ্দেশে—”সন্ত্রাসবাদকে কোনওভাবেই মেনে নেওয়া হবে না। ভারত বরাবরই সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও সেই অবস্থান বজায় থাকবে।”

এক্স-এ (পূর্বতন টুইটার) করা পোস্টে তিনি জানান, ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক অভিযানের অবসানে একটি বোঝাপড়ায় পৌঁছানো হয়েছে। একই বার্তা প্রতিধ্বনিত হয়েছে সরকারের তরফে জারি হওয়া ব্রিফিংয়েও—”আমরা সদা সতর্ক এবং সম্পূর্ণ প্রস্তুত। দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।”

ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিংহ বলেন, “পাকিস্তানের প্রতিটি দুঃসাহসিকতার জবাব শক্তভাবে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও যেকোনও রকম উত্তেজনার মোকাবিলায় আমরা প্রস্তুত। জাতির সুরক্ষার স্বার্থে প্রয়োজন হলে সমস্তরকম সামরিক পদক্ষেপ নিতে আমরা সক্ষম।”

যুদ্ধবিরতির বিষয়ে সরকারের প্রথম আনুষ্ঠানিক ঘোষণা দেন বিদেশসচিব বিক্রম মিশ্রী। তিনি জানান, ভারত ও পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস (DGMO)-এর মধ্যে দুপুর ৩.৩০ টায় টেলিফোনে আলোচনা হয় এবং তারা স্থল, আকাশ ও জলপথে সব ধরনের গুলি চালানো ও সামরিক পদক্ষেপ বন্ধ করতে সম্মত হন। এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে আজ বিকেল ৫টা থেকে। আগামী সোমবার দুপুর ১২টায় ফের একবার দুই দেশের DGMO-এর মধ্যে আলোচনা হবে।

যদিও এই যুদ্ধবিরতির ঘোষণা আরও আকস্মিক মোড় নেয়, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক এক্স-পোস্টে জানান, এই চুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছে এবং “এক দীর্ঘ রাতের আলোচনা”-র পর এই ফল মিলেছে।

তবে এই অবস্থান ছিল মার্কিন সরকারের আগের বক্তব্যের সম্পূর্ণ বিপরীত। মাত্র একদিন আগেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছিলেন, “এই যুদ্ধ আমাদের বিষয় নয়। আমেরিকা ভারতকে অস্ত্র নামাতে বলতে পারে না, পাকিস্তানকেও নয়। আমরা কূটনৈতিকভাবে বিষয়টি মেটানোর চেষ্টা চালিয়ে যাব, কিন্তু সরাসরি হস্তক্ষেপ করব না।”

এই পরিস্থিতিতে শান্তি প্রক্রিয়ার সূচনা হলেও ভবিষ্যতে সন্ত্রাস, সীমান্ত উত্তেজনা ও আন্তর্জাতিক কূটনীতি কোন পথে যাবে, তা এখন সময়ই বলবে।

সাম্প্রতিকতম

জরুরি নির্গমন দরজার কাছে আসন, আর উপস্থিত বুদ্ধি, তার জোরেই কি বেঁচে গেলেন ব্রিটেনের নাগরিক রমেশ?

এয়ার ইন্ডিয়া AI171 বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০০-র বেশি মানুষের। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেলেন ব্রিটিশ নাগরিক রমেশ বিষ্বাসকুমার, যিনি ছিলেন ১১A সিটে।

নীরব মহামারী হয়ে উঠছে হাইপার টেনশন, ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি

বিশ্বে হাইপার টেনশনে ভুগছেন ১.২৮ বিলিয়ন মানুষ। ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি। মাত্র ১২% রোগী রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম, দাবি হু'র।

ভাইরাল হয়েই বিপত্তি, মাসে ৮ লাখ রোজগার করা মুম্বইয়ের অটো ড্রাইভারের ব্যবসা লাটে

মুম্বইয়ে মার্কিন কনস্যুলেটের বাইরে ভিসা প্রার্থীদের ব্যাগ রাখার ব্যবসা শুরু করে মাসে লক্ষাধিক টাকা আয় করছিলেন এক অটোচালক। পুলিশের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল সেই উদ্যোগ।

গুজরাতের মেঘানিনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা, আগুনে ভস্মীভূত এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান

অহমদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। ২৪২ জন যাত্রী ও কর্মী ছিলেন বিমানে। দুর্ঘটনার পর আগুন ধরে যায়। চলছে উদ্ধারকাজ।

আরও পড়ুন

জরুরি নির্গমন দরজার কাছে আসন, আর উপস্থিত বুদ্ধি, তার জোরেই কি বেঁচে গেলেন ব্রিটেনের নাগরিক রমেশ?

এয়ার ইন্ডিয়া AI171 বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০০-র বেশি মানুষের। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেলেন ব্রিটিশ নাগরিক রমেশ বিষ্বাসকুমার, যিনি ছিলেন ১১A সিটে।

ভাইরাল হয়েই বিপত্তি, মাসে ৮ লাখ রোজগার করা মুম্বইয়ের অটো ড্রাইভারের ব্যবসা লাটে

মুম্বইয়ে মার্কিন কনস্যুলেটের বাইরে ভিসা প্রার্থীদের ব্যাগ রাখার ব্যবসা শুরু করে মাসে লক্ষাধিক টাকা আয় করছিলেন এক অটোচালক। পুলিশের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল সেই উদ্যোগ।

গুজরাতের মেঘানিনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা, আগুনে ভস্মীভূত এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান

অহমদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। ২৪২ জন যাত্রী ও কর্মী ছিলেন বিমানে। দুর্ঘটনার পর আগুন ধরে যায়। চলছে উদ্ধারকাজ।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে