India-Pakistan Relations: ১৯ মাস পর ভারত থেকে চিনি ও তুলো আমদানি শুরু পাকিস্তানের

0

খবরঅনলাইন ডেস্ক: গত দেড় মাসে দুই দেশের মধ্যে সম্পর্কের অনেকটাই উন্নতি হয়েছে। এর হার ধরেই এ বার দুই দেশের মধ্যে স্তব্ধ থাকা বাণিজ্যিক সম্পর্কও গতি পেল। ১৯ মাস পর ফের ভারত থেকে জিনিসপত্র আমদানি করবে পাকিস্তান।

পাকিস্তানের অর্থমন্ত্রী হাম্মাদ আজহার সম্প্রতি জানিয়েছেন, পাকিস্তান ভারত থেকে তুলো ও চিনি আমদানি করা শুরু করবে।পাক সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারতের বনিকমহল। তাঁদের মতে, এর ফলে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গতি পাবে।

জম্মু ও কাশ্মীরে বিশেষ মর্যাদা লোপের পর ২০১৯ সালের অগস্ট থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে সব রকমের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ হয়ে যায়। এর আগে অবশ্য ভারতও কিছু কড়া পদক্ষেপ নিয়েছিল। পাকিস্তান থেকে ভারতে আসা জিনিসের ওপর শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০০ শতাংশ করে দেওয়া হয়।

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ৪০ জন জওয়ানদের নৃশংস হত্যার পর ভারতের সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কে ক্রমে চিড় ধরতে শুরু করে। তবে কাশ্মীরে বিশেষ মর্যাদা রদের পর দুই দেশের মধ্যে সম্পর্কে চরম তিক্ততার পরিবেশ সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় বাণিজ্যিক সম্পর্ক।

তবে ওয়াঘা সীমান্ত দিয়েফের দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক শুরু হওয়ায় এই ঘটনাকে স্বাগত জানিয়েছেন ফেডারেশন অফ কারয়ানা অ্যান্ড ড্রাই ফুড অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অনিল মেহরা। তিনি জানান, “এই সিদ্ধান্তের ফলে ভারতীয় ব্যবসায়ীরা যেমন উপকৃত হবে, তেমনি পাকিস্তানও উপকৃত হবে।”

তিনি আরও বলেন, “পাকিস্তান থেকে ভারতে জিনিসের উপর আমদানি শুল্ক বেড়ে যাওয়ায় পাকিস্তানের অনেক সিমেন্ট কারখানা বন্ধ হয়ে গেছে। পাকিস্তান থেকে ভারতে প্রচুর সিমেন্ট আমদানি হয়। কিন্তু দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় দুই দেশের ব্যবসাতেই এর প্রভাব পড়েছে। কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাব, পাকিস্তান থেকে ভারতে জিনিসের ওপর আমদানি শুল্ক যেন কমানো হয়। ২০০ শতাংশ যে আমদানি শুল্ক চাপানো হয়েছে, তা যেন বাতিল করা হয়।”

খবরঅনলাইনে আরও পড়তে পারেন

Interests on small savings: স্বল্প সঞ্চয়ে সুদের হার কমছে না, বিজ্ঞপ্তি প্রত্যাহার কেন্দ্রের

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন