এক ধাক্কায় ৩৯ হাজারের নীচে নেমে এল দৈনিক সংক্রমণ, কমল সক্রিয় রোগীর সংখ্যাও

0
নমুনা পরীক্ষা। প্রতীকী ছবি

খবরঅনলাইন ডেস্ক: ভারতের দৈনিক কোভিড সংক্রমণে বড়ো রকমের পতন হল শনিবার। এক দিনে নতুন সংক্রমণ কমল প্রায় ৬ হাজার। এ ছাড়া বেশ কয়েক সপ্তাহ পর মঙ্গলবার ব্যতীত অন্য কোনো দিন সুস্থতার সংখ্যা ছাপিয়ে গেল সংক্রমণকে। ফলে কমল সক্রিয় রোগীর সংখ্যা। তবে মৃতের সংখ্যা কিছুটা বেড়েছে।

নতুন সংক্রমণ বেশ বাড়ল

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তথ্য অনুযায়ী শনিবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ১৮ লক্ষ ৯৫ হাজার ৩৮৫। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৬২৮ জন।

এ দিকে, ২৪ ঘণ্টায় ভারতে ১৭ লক্ষ ৫০ হাজার ৮১টি নমুনা পরীক্ষা হয়েছে। এ দিন সংক্রমণের হার ছিল ২.২০ শতাংশ। বর্তমানে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ১২ হাজার ১৫৩। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ২,০০৬

সংক্রমণ কোথায় কেমন

গত ২৪ ঘণ্টায় দেশের প্রায় সব রাজ্যেই সংক্রমণ কমেছে। তবে কেরল এবং মহারাষ্ট্রে সংক্রমণ ব্যাপক ভাবে কমেছে। সে কারণেই এ দিন দেশের পরিসংখ্যানে বড়ো পতন দেখা গিয়েছে। গত ২৪ ঘণ্টায় কোথায় কোথায় সংক্রমণ হাজারের ওপরে ছিল, দেখে নিন।

১) কেরল – ১৯,৯৪৮

২) মহারাষ্ট্র – ৫,৫৩৯

৩) অন্ধ্রপ্রদেশ – ২,২০৯

৪) তামিলনাড়ু – ১,৯৮৫

৫) কর্নাটক – ১,৮০৫

৬) ওড়িশা – ১,২০৮

গত ২৪ ঘণ্টায় পঞ্জাব (৬১), হরিয়ানা (১৫), গুজরাত (২৩), রাজস্থান (২০), দিল্লি (৪৪), উত্তরপ্রদেশ (৪০), বিহার (৫৫), ঝাড়খণ্ড (৩২), মধ্যপ্রদেশ (১৮), উত্তরাখণ্ড (২৯) মিলিয়ে মোট আক্রান্ত হয়েছেন মাত্র ৩৩৭ জন।

ফের সংক্রমণকে ছাপিয়ে গেল সুস্থতা

গত কয়েক সপ্তাহ ধরে শুধুমাত্র মঙ্গলবার দিনই দৈনিক সংক্রমণকে ছাড়িয়ে যাচ্ছিল সুস্থতার সংখ্যা। কিন্তু মঙ্গলবার ব্যতীত কোনো দিনে সেটা হচ্ছিল না। অবশেষে আজ, শনিবার সেটাই হল।

গত ২৪ ঘণ্টায় ভারতে ৪০ হাজার ১৭ জন সুস্থ হয়েছেন। এর ফলে দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ কোটি ১০ লক্ষ ৫৫ হাজার ৮৬১ জন। সুস্থতার হার এখন রয়েছে ৯৭.৩৬ শতাংশ।

মৃতের সংখ্যা বাড়ল

গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেশ কিছুটা বেড়েছে। এই সময়সীমায় ৬১৭ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এর ফলে ভারতে এখনও পর্যন্ত কোভিডের কারণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ২৭ হাজার ৩৭১। দেশে মৃত্যুহার বর্তমানে ১.৩৪ শতাংশে রয়েছে।

আরও পড়তে পারেন

ভারতে করোনারোধী টিকার ছাড়পত্র চেয়ে আবেদন করল জনসন অ্যান্ড জনসন, একটা ডোজেই হবে বাজিমাত

বিজ্ঞাপন