Homeখবরদেশভারতে তৈরি বুলেট ট্রেন ছুটবে ঘণ্টায় ২৮০ কিলোমিটার বেগে, চমকে দেওয়া তথ্য

ভারতে তৈরি বুলেট ট্রেন ছুটবে ঘণ্টায় ২৮০ কিলোমিটার বেগে, চমকে দেওয়া তথ্য

প্রকাশিত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত পরিকল্পনার অংশ হিসেবে এ বার নিজস্ব বুলেট ট্রেন তৈরি করতে চলেছে ভারত। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেনগুলির সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ২৮০ কিলোমিটার। যে কারণে জাপানের শিনকানসেন (বুলেট ট্রেন) কেনার পরিকল্পনা থেকে সরে আসছে কেন্দ্রীয় সরকার।

চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ) ভারতীয় রেলের জন্য বেঙ্গালুরুর বিইএমএল (BEML)-এর সঙ্গে ৮৬৭ কোটি টাকার চুক্তি করেছে। বিইএমএল তাদের বেঙ্গালুরুর কারখানায় এই বুলেট ট্রেনের দুটি সেট তৈরি করবে। প্রতিটি ট্রেন সেটে থাকবে আটটি কোচ। ২০২৬ সালের শেষে প্রথম ট্রেনটি সরবরাহ করার লক্ষ্য রাখা হয়েছে।

প্রথম বুলেট ট্রেন ২০২৬ সালে গুজরাতের সুরাত থেকে বিলিমোরা রুটে চালু হবে। এই নতুন ট্রেনগুলি সম্পূর্ণ দেশীয় ডিজাইন এবং নির্মাণের মাধ্যমে তৈরি হবে। মুম্বই-অমদাবাদ রুটের জন্য জাপানি বুলেট ট্রেন আমদানির খরচ এবং ডেলিভারির সময় নিয়ে চ্যালেঞ্জের মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, এই চুক্তির মোট মূল্য ৮৬৬.৮৭ কোটি টাকা। যেখানে ডিজাইন, উন্নয়ন ব্যয় এবং ভবিষ্যৎ প্রকল্পের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও পরীক্ষা কেন্দ্রের খরচ অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিটি কোচ তৈরি করতে খরচ হবে আনুমানিক ২৭.৮৬ কোটি টাকা।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংসদে জানিয়েছেন, এই বুলেট ট্রেনের চেয়ার কার সিটে আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। এর মধ্যে রয়েছে অ্যারোডাইনামিক ডিজাইন, স্বয়ংক্রিয় দরজা, ক্লাইমেট কন্ট্রোল, সিসিটিভি নজরদারি, মোবাইল চার্জিং পয়েন্ট, উন্নত আলোক ব্যবস্থা এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা। এছাড়া বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্যও থাকবে বিশেষ ব্যবস্থা।

বলে রাখা ভালো, ভারতীয় রেল ইতিমধ্যেই রাজস্থানে একটি স্ট্যান্ডার্ড গেজ ট্র্যাক তৈরি করেছে, যেখানে উচ্চগতির রেলের পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে।

অন্য দিকে, ভারতীয় রেলওয়ে লাতুরে নিজের রেল কোচ কারখানায় মোট ১,৯২০টি বন্দে ভারত স্লিপার কোচ নির্মাণের জন্য রাশিয়ান সংস্থা ট্রান্সম্যাশহোল্ডিং (টিএমএইচ)-এর সঙ্গে ৬.৫ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে। আধিকারিকদের বক্তব্য, বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরির বরাত তিনটি সংস্থাকে দেওয়া হয়েছে। সেগুলি হল বিইএমএল, কাইনেট রেলওয়ে সলিউশন (রাশিয়ান সংস্থা টিএমএইচ এবং রেল বিকাশ নিগম লিমিটেডের যৌথ উদ্যোগে) এবং টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড ও ভারত হেভি ইঞ্জিনিয়ারিং লিমিটেড (বিএইচইএল)- এর একটি কনসোর্টিয়াম।

আরও পড়ুন: ডিজিটাল অ্যারেস্ট: কোটি কোটি টাকা হারাচ্ছেন মানুষ, কী ভাবে থাকবেন সুরক্ষিত

সাম্প্রতিকতম

মানবভ্রূণের মস্তিষ্কের প্রথম থ্রি ডি ডিজিটাল ইমেজ, চিকিৎসাবিজ্ঞানে নয়া দিশা দেখাল আইআইটি মাদ্রাজ      

অসম্ভবকে সম্ভব করে দেখালেন আইআইটি মাদ্রাজের গবেষকেরা। মায়ের গর্ভে মানবভ্রূণের মস্তিষ্ককে কেমন দেখতে হয়?...

আইএসএল ২০২৪-২৫: পিছিয়ে থেকে শেষ দশ মিনিটে দু’টি গোল, কেরলের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল মোহনবাগান   

মোহনবাগান সুপার জায়ান্ট: ৩ (জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, আলবার্তো রদ্রিগুয়েজ) কেরল ব্লাস্টার্স: ২ (খেসুস...

নয়া অপারেটিং সিস্টেম আনল গুগল

অ্যান্ড্রয়েড ছাড়াও নতুন অপারেটিং সিস্টেম Android XR লঞ্চ করল গুগল। এক্সটেন্ডেড রিয়েলিটি (XR) এবং...

স্ট্রিট ফুডে ভারতের সেরা ১০ শহরের তালিকায় রয়েছে কোন কোন শহর

স্থানীয় অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য, স্থানীয় খাবারের স্বাদ, অনেক ইতিহাস জড়িয়ে থাকে স্ট্রিট ফুডের সঙ্গে।...

আরও পড়ুন

কৃষিঋণে নতুন নিয়ম, ২ লক্ষ টাকা পর্যন্ত জামানত-মুক্ত ঋণ ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের

কৃষকদের স্বার্থে বড় পদক্ষেপ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। আগামী ২০২৫ সালের জানুয়ারি...

‘দিল্লি চলো’ মিছিলে পুলিশের জলকামান ও কাঁদানে গ্যাস, আহত ১০ কৃষক

নয়াদিল্লি: শনিবার হরিয়ানা-পঞ্জাব সীমান্তে ‘দিল্লি চলো’ মিছিলে অংশগ্রহণকারী কৃষকদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে...

এক সপ্তাহে তৃতীয়বার দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্কে শিক্ষার্থী ও অভিভাবকরা

দিল্লির বেশ কয়েকটি স্কুল, যেমন ডিপিএস আর কে পুরম, বোমা হামলার হুমকি পেয়েছে। হুমকি ইমেইলে বিস্ফোরণের তারিখ জানানো হয়েছে ১৩ ও ১৪ ডিসেম্বর।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে