সরকার গঠন নয়, আপাতত বিরোধী বেঞ্চেই বসতে চায় ইন্ডিয়া জোট। বুধবার দু ঘণ্টার বৈঠক শেষে এমনটাই জানিয়ে দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তবে তিনি সাফ জানিয়ে দিলেন, ফ্যাসিবাদী বিজেপিকে সরকারে দেখতে চায় না দেশবাসী। তাই আগামী দিনে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ করবে ইন্ডিয়া জোট।
বুধবার খাড়গে তাঁর বাসভবনে মোট ৩৩ নেতাকে নিয়ে বৈঠকে বসেছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুপ্রিয়া সুলের মতো সদ্যনির্বাচিত সাংসদরা। ইন্ডিয়া জোটের শরিক দলের একাধিক নেতাও তাঁর সঙ্গে ছিলেন। খাড়গে সাফ জানিয়ে দেন, “নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ফ্যাসিস্ট বিজেপির তীব্র বিরোধিতা করবে ইন্ডিয়া জোট। ফ্যাসিবাদী, পুঁজিবাদীদের বিরুদ্ধে মানুষের হয়ে লড়াই চালিয়ে যাওয়া হবে। তার জন্য সঠিক সময়ে সঠিক পদক্ষেপও করবে ইন্ডিয়া জোট।”
খাড়গের মতে, মানুষ চান না বিজেপি দেশ পরিচালনা করুক। সেই জনাদেশকে সম্মান করবে বিরোধী জোট। তবে এখনই সরকার গঠনের পথে হাঁটবে না ইন্ডিয়া, এমনটাই ইঙ্গিত মিলেছে খাড়গের এদিনের মন্তব্যে। কিন্তু আগামী দিনেও ইন্ডিয়ার সরকার গঠিত হবে কিনা, সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আগামী ৮ জুন নরেন্দ্র মোদির নেতৃত্বেই নতুন সরকার শপথ নেবেন বলে ওয়াকিবহাল মহলের অনুমান। এনডিএ জোটের প্রার্থীরা মোট ২৯৩টি আসনে জয়লাভ করেছে, যার মধ্যে বিজেপি একাই পেয়েছে ২৪০টি আসন। বিপরীতে ইন্ডিয়া জোট পেয়েছে ২৩২টি আসন, যার মধ্যে কংগ্রেসের একাই ৯৯টি আসন রয়েছে।
সুতরাং, আপাতত বিরোধী বেঞ্চে থেকেই বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ইন্ডিয়া জোট। জনতার ইচ্ছাকে সম্মান জানিয়ে, তাদের হয়ে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন মল্লিকার্জুন খাড়গে। আগামী দিনগুলিতে ইন্ডিয়া জোটের রাজনৈতিক কর্মকাণ্ড এবং তাদের পদক্ষেপ দেখার জন্য দেশবাসী অপেক্ষা করছে।
The constituents of the INDIA Bloc thank the people of India for the overwhelming support received by our alliance. The people’s mandate has given a befitting reply to the BJP and their politics of hate, corruption and deprivation. This is a political and moral defeat of Prime… pic.twitter.com/oWyQSrxWBR
— Mallikarjun Kharge (@kharge) June 5, 2024