Bipin-Rawat

নয়াদিল্লি: ভারতীয় সেনাবাহিনীতে সমকামিতাকে স্বীকৃতি দেওয়া হবে না। এ বিষয়ে বাহিনীর নিজের আইন আছে। এটি আইন বিরুদ্ধ। সমকামিতা ও ব্যভিচার সম্পর্কে ভারতীয় সেনার বর্তমান অবস্থান কী? এই সম্পর্কে জানতে চাইলে বাৎসরিক সাংবাদিক বৈঠকে এ কথা বলেন ভারতীয় সেনা বাহিনীর প্রধান বিপিন রাওয়াত। তিনি বলেন, সমকামিতা অপরাধ নয়, আইন বিরুদ্ধ নয় বলে রায় দিয়েছে সম্প্রতি সুপ্রিম কোর্ট। কিন্তু সেনাবাহিনীতে এলজিবিটি বা সমকামিতাকে স্বীকৃতি দেওয়া হবে না। সেনাবাহিনীর এই ব্যাপারে আলাদা আইন আছে।

তিনি বলেন, ব্যভিচারিতা সেনাবাহিনীতে এখনও অপরাধমূলক। তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনী খুবই রক্ষণশীল। তাই সমকামী, উভকামী, তৃতীয়লিঙ্গ, রূপান্তরকামী ইত্যাদি এই ধরনের বিষয়গুলি স্বীকৃতি দেওয়া হচ্ছে না। মেনে নেওয়া হচ্ছে না।

আরও পড়ুন – নাসার পাঠানো মহাকাশ যানের তোলা ছবিতে নতুন গ্রহাণু, তাতে রয়েছে জল!

স্বভাবতই সেনাবাহিনীর ভেতর এই ধরনের ক্রিয়াকলাপের অনুমতি দেয় না বাহিনী।

এ ছাড়াও তিনি সেনাদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের বিষয়েও বলেন। বলেন, এই বিষয়টিও বিতর্কিত। এই সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা যাবে না। কিন্তু কী ভাবে ভালো কাজে এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যেতে পারে সেই বিষয়ে সেনা জওয়ানদের নির্দেশ দেওয়া যেতে পারে।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন