ভারতীয় মহাকাশ অভিযানের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। বুধবার (২৫ জুন) স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে তিনি পাড়ি দিয়েছেন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের (ISS) উদ্দেশে।
ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড ৩৯এ থেকে ভারতীয় সময় দুপুর ১২টা ১ মিনিটে সফলভাবে উৎক্ষেপণ হয় ‘অ্যাক্সিয়ম মিশন ৪’। এই মিশনের মাধ্যমে শুভাংশু শুক্লা আইএসএস-এ যাত্রা করা প্রথম ভারতীয় হিসেবে ইতিহাসে নাম লেখালেন। এই মিশন যৌথভাবে পরিচালনা করছে নাসা, স্পেসএক্স এবং অ্যাক্সিয়ম স্পেস।
এক স্বপ্নের সফর
লখনউয়ের সিটি মন্টেসরি স্কুল (CMS)-এর ছাত্র জীবন থেকে শুরু শুভাংশুর মহাকাশযাত্রার গল্প। ছোটবেলা থেকেই মেধাবী এবং স্থিরচিত্ত শুভাংশু দেশের প্রতি দায়বদ্ধতা অনুভব করতেন। ১৯৯৮ সালের কার্গিল যুদ্ধের সময় তাঁর মনে দেশের সেবার ইচ্ছা আরও প্রবল হয়। পরিবারের অজান্তেই UPSC-এর মাধ্যমে NDA-তে আবেদন করেন এবং সফল হন।
২০০৫ সালে কম্পিউটার সায়েন্সে স্নাতক হন NDA থেকে। এরপর ভারতীয় বায়ুসেনা একাডেমিতে ফ্লাইট ট্রেনিং সম্পন্ন করে ২০০৬ সালে অফিসিয়ালি ফাইটার পাইলট হিসেবে কমিশন পান।
সংগ্রামের গল্প
দীর্ঘ বিমানচালনার অভিজ্ঞতা রয়েছে শুভাংশুর। প্রায় ২০০০ ঘণ্টার বেশি ফ্লাইং আওয়ারস রয়েছে তাঁর রেকর্ডে। তিনি ভারতীয় বায়ুসেনার অন্যতম দক্ষ টেস্ট পাইলট হিসেবেও পরিচিত। ২০১৯ সালে দেশের গর্বের ‘গগনযান’ প্রকল্পের জন্য নির্বাচিত হন চারজন অ্যাস্ট্রোনট-ডিজিগনেটের অন্যতম হিসেবে। এরপর রাশিয়ার ইউরি গাগারিন কসমোনট ট্রেনিং সেন্টার এবং বেঙ্গালুরুর ভারতীয় অ্যাস্ট্রোনট ট্রেনিং ফ্যাসিলিটিতে কঠোর প্রশিক্ষণ নেন।
স্ত্রীর প্রতি আবেগঘন বার্তা
অভিযানের কয়েক ঘণ্টা আগে স্ত্রী কামনাকে উদ্দেশ করে একটি আবেগঘন চিঠি লেখেন শুভাংশু। যেখানে তিনি কামনাকে ‘জীবনের সবচেয়ে বড় শক্তি’ বলে উল্লেখ করেন। কামনা নিজেও আনন্দ ও গর্বের সঙ্গে তাঁর উত্তর দেন।
শুভাংশু ও কামনার বন্ধুত্বের শুরু প্রাইমারি স্কুলে। লখনউতে তাঁদের ছোটবেলার পরিচয় এখন এক মহাকাব্যিক ভালোবাসার গল্প। কামনা জানান, শুভাংশু বরাবরই শান্ত, দৃঢ়চেতা এবং লক্ষ্যভেদে একাগ্র। তিনি বলেন, ‘‘ওর মধ্যে আমি সবসময় অর্জুনের দৃঢ়তা দেখেছি।’’
ডকিং কখন?
স্পেসএক্সের ড্রাগন স্পেসক্র্যাফটের মাধ্যমে বৃহস্পতিবার (২৬ জুন) ভারতীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিট নাগাদ আইএসএস-এ ডকিং করেন শুভাংশুরা।
"Namaskar from space! I am thrilled to be here with my fellow astronauts. What a ride it was," says Indian astronaut Group Captain Subhanshu, who is piloting Axiom Mission4, as he gives details about his journey into space.
— Shubhanshu Shukla (@IndiaInSky) June 26, 2025
Carrying a soft toy Swan, he says, in Indian culture,… pic.twitter.com/pnlmjnCYk8
শুভেচ্ছার বন্যা
শুভাংশুর এই ঐতিহাসিক সফর নিয়ে দেশজুড়ে আনন্দ এবং গর্বের আবহ। ভারতীয় বায়ুসেনা, ইসরো এবং সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় শুভকামনায় ভরিয়ে দিয়েছেন তাঁকে।