পানাজি: রবিবার সকালে গোয়ায় আরব সাগরের উপকূলে ভেঙে পড়ল একটি ভারতীয় নৌসেনার মিগ-২৯কে যুদ্ধবিমান। নৌসেনা জানায়, দুর্ঘটনায় কোনো হতাহতের খবর নেই।
নৌসেনার এক মুখপাত্র জানান, দুর্ঘটনার পর পাইলটকে উদ্ধার করা হয়েছে। কী ভাবে দুর্ঘটনাটি ঘটল, সে বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনায় প্রকাশ, এ দিন সকাল সাড়ে ১০টা নাগাদ নৌসেনার একটি মিগ-২৯কে যুদ্ধবিমান রুটিন প্রশিক্ষণের জন্যই যাত্রা শুরু করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেটি গোয়ার সমুদ্র উপকূলে ভেঙে পড়ে।
নৌসেনার এক মুখপাত্র টুইটারে লিখেছেন, “বিমানের পাইলট নিরাপদে ছিটকে পড়ে, তাঁকে উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্তের জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে”।
আরও দেখুন ট্রাম্পের সফরের কয়েক ঘণ্টা আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মোতেরা স্টেডিয়ামের অস্থায়ী গেট
জানা গিয়েছে, মিগ-২৯কে যুদ্ধবিমানটি গোয়ার ভাস্কোতে আইএনএস হংসর ঘাঁটি থেকে আকাশে উড়েছিল।