পাক বাহিনীর হাতে ধ্বংস হওয়া ঢাকার রমনা কালীমন্দির উদ্বোধন করলেন রামনাথ কোবিন্দ

0

ঢাকা: নতুন করে সংস্কার হওয়া ঢাকার রমনা কালীমন্দির উদ্বোধন করলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উদ্বোধনের পর তিনি ও তাঁর স্ত্রী সবিতা কোবিন্দ মন্দিরে পুজো দেন। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী ঢাকার ঐতিহাসিক কালী মন্দিরটি ধ্বংস করে দিয়েছিল।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসবে যোগ দেওয়ার জন্য সে দেশের রাষ্ট্রপতি এম আবদুল হামিদের আমন্ত্রণে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সস্ত্রীক এই দেশ সফরে এসেছেন। এটিই তাঁর প্রথম বাংলাদেশ সফর।

১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময় দেশের মুক্তিবাহিনীকে টার্গেট করে পাকিস্তানি সেনাবাহিনী ‘অপারেশন সার্চলাইট’ অভিযান চালিয়েছিল। সেই অভিযানেরই অঙ্গ হিসাবে রমনার মন্দিরে আগুন লাগিয়ে তা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়। এতে প্রচুর মানুষ নিহত হন। তাঁদের মধ্যে যেমন বহু ভক্ত ছিলেন, তেমনই মন্দিরের বহু আবাসিকও ছিলেন। এই মন্দির সংস্কারে ভারত সাহায্য করেছে।

মন্দির উদ্বোধনের পরে ভারতীয়দের এক সভায় রাষ্ট্রপতি বলেন, “এটা মা কালীর আশীর্বাদ।”

তিনি বলেন, “আজ সকালে ঐতিহাসিক রমনা কালী মন্দিরে গিয়েছিলাম। নতুন করে সংস্কার হওয়া মন্দির উদ্বোধন করার সুযোগ পেলাম। আমি এটা মা কালীর আশীর্বাদ বলেই মনে করি”।

রাষ্ট্রপতি বলেন, ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে যে সাংস্কৃতিক ও আধ্যাত্মিক বন্ধন রয়েছে, এই মন্দির তারই প্রতীক। “আমার বাংলাদেশ সফরের চূড়ান্ত পর্যায়টা শুভলক্ষণযুক্ত হয়ে রইল।”

আরও পড়তে পারেন

গত ১৫ দিনে দেশে কোভিডে আক্রান্ত প্রায় ১ লক্ষ ২০ হাজার, এর মধ্যে ‘ওমিক্রন’-এ সংক্রমিত মাত্র ১০১!

দিল্লিতে ‘ওমিক্রন’-এ মোট সংক্রমিত ২০, একজনের শুধু গা ব্যাথা-পেট খারাপ, বাকিরা উপসর্গহীন

বড়োদিনে ফের গোয়া সফরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিদ্যুৎ বিলে প্রত্যাহার বেশ কিছু প্রস্তাব, ‘ভরতুকি’ তুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে পিছু হঠল কেন্দ্র

প্রাথমিক শিক্ষায় শীর্ষস্থানে পশ্চিমবঙ্গ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নয়া স্বীকৃতি কেন্দ্রের

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন