ওয়েবডেস্ক: ট্রেনের অসংরক্ষিত আসনের টিকিট কাটা এবং বাতিলের জন্য নতুন একটি অ্যাপ নিয়ে এল রেল। ‘ইউটিএসঅনমোবাইল’ অ্যাপটির মধ্যে দিয়ে প্ল্যাটফর্ম টিকিট কাটা এবং তার নবীকরণও করা যাবে বলে জানিয়েছে রেল।
অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ, দুই ধরনের মোবাইল প্ল্যাটফর্মেই এই অ্যাপটি কাজ করবে। গুগুলের প্লে স্টোর বা উইন্ডোজ স্টোর থেকে বিনামূল্যে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন যাত্রীরা।
তবে এই অ্যাপের মধ্যে দিয়ে আগাম টিকিট কাটা যাবে না। শুধুমাত্র তখনকার ট্রেনের টিকিট কাটা যাবে বলে জানিয়েছেন রেলের এক আধিকারিক। ওই আধিকারিকের কথায়, “হাতে করে টিকিট নিয়ে যাওয়ারও এখন আর প্রয়োজন নেই। যদি টিকিটরক্ষক টিকিট দেখতে চান, তা হলে মোবাইলে ওই অ্যাপটা খুলে ‘শো টিকিট অপশন’ দেখিয়ে দিলেই চলবে।”