ভারতীয় রেলের শৌচাগারগুলির পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি বজায় রাখার উদ্দেশ্যে পূর্ব রেলওয়ে একটি আইওটি ভিত্তিক ব্যবস্থা চালু করতে চলেছে, যার নাম দেওয়া হয়েছে ‘গন্ধভেদ’। এই উদ্যোগটি প্রথমে মধ্য রেলওয়ের (মুম্বই জোন) কয়েকটি স্টেশনের টয়লেটে সফলভাবে পরীক্ষা করা হয়েছিল এবং এখন রেলওয়ে বোর্ডের নির্দেশে পূর্ব রেলও শীঘ্রই পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করবে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ‘গন্ধভেদ’ একটি আইওটি ভিত্তিক বৈদ্যুতিন ডিভাইস যা দুর্গন্ধ, উদ্বায়ী জৈব যৌগ (টিভিওসি), তাপমাত্রা এবং আর্দ্রতা পর্যবেক্ষণ করে শৌচাগারের অবস্থা নির্ণয় করে। ডিভাইসটি একটি সংকেত তৈরি করে যা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে এসএমএস এবং ওয়েবের মাধ্যমে পাঠানো হয়। সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্মীকে শৌচাগারে পাঠানো হবে পরিষ্কার করার জন্য।
এই সিস্টেমটি প্রথমে হাওড়া ডিভিশনের ৩টি ট্রেন, শিয়ালদহ ডিভিশনের ৩টি ট্রেন, আসানসোল ডিভিশনের ২টি ট্রেন এবং মালদহ ডিভিশনের ২টি ট্রেনে পরীক্ষামূলকভাবে চালু করা হবে। ‘গন্ধভেদ’ ডিভাইসটি শৌচাগারের অবস্থার উপর নির্ভর করে স্বয়ংক্রিয় সংকেত তৈরি করবে এবং তা তৎক্ষণাৎ সংশ্লিষ্ট কর্মীদের কাছে পাঠানো হবে, ফলে দ্রুততার সাথে সমস্যা সমাধান সম্ভব হবে।
আরও পড়ুন। শেষ দফার ভোটকর্মীদের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা রেলের
ডিভাইসটি বিশেষ সেন্সর দ্বারা সজ্জিত যা অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, মিথেন, ট্রাইমিথাইল অ্যামাইন, মিথাইল মারক্যাপ্টান এবং ইথানলের মতো গ্যাস শনাক্ত করতে সক্ষম। এছাড়া, মাত্রাতিরিক্ত রাসায়নিক পদার্থ, যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটাও চিহ্নিত করা সম্ভব। এই ট্রায়াল সফল হলে স্থায়ীভাবে এই ডিভাইস ব্যবহার করা হবে ট্রেনে, ফলে যাত্রীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করা সহজ হবে।
এই উদ্যোগটির মাধ্যমে পূর্ব রেলওয়ে আশা করছে, যাত্রীদের জন্য আরও স্বাস্থ্যকর এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করা সম্ভব হবে। ‘গন্ধভেদ’ ডিভাইসের মাধ্যমে রেলের শৌচাগারের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়মিত পর্যবেক্ষণ করা যাবে এবং সমস্যা সৃষ্টির আগেই তা সমাধান করা যাবে।