দূরপাল্লার যাত্রীদের জন্য বড় খবর। আগামী ১ জুলাই, মঙ্গলবার থেকে বাড়তে চলেছে ট্রেনের ভাড়া। ভারতীয় রেলের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। রেল কর্তাদের মতে, বেশ কয়েক বছর ধরে ট্রেন ভাড়ার কোনও পরিবর্তন করা হয়নি। এবার কিলোমিটার অনুযায়ী ভাড়া বৃদ্ধি করা হচ্ছে।
রেল সূত্রের খবর, মূলত মেল এবং এক্সপ্রেস ট্রেনের ভাড়াতেই এই বৃদ্ধি হচ্ছে। এসি এবং নন-এসি দুই শ্রেণির সংরক্ষিত টিকিটের ক্ষেত্রেই ভাড়া বাড়বে। একই সঙ্গে অসংরক্ষিত টিকিটের (জেনারেল) ভাড়াতেও বদল আসছে।
কোন কোন ক্ষেত্রে কত বাড়ছে ভাড়া?
- নন-এসি দ্বিতীয় শ্রেণির অসংরক্ষিত টিকিটের ভাড়া প্রতি কিলোমিটারে ০.৫ পয়সা করে বাড়বে। তবে প্রথম ৫০০ কিলোমিটার পর্যন্ত ভাড়া বাড়বে না।
- স্লিপার এবং প্রথম শ্রেণির অসংরক্ষিত টিকিটের ক্ষেত্রেও প্রতি কিলোমিটারে ০.৫ পয়সা করে ভাড়া বাড়ানো হবে।
- নন-এসি সংরক্ষিত টিকিটের ক্ষেত্রে ১ পয়সা করে কিলোমিটার প্রতি ভাড়া বাড়বে।
- এসি শ্রেণির যাত্রীদের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ২ পয়সা করে ভাড়া বাড়ানো হবে।
তবে স্বস্তির খবর, নিত্যযাত্রীদের জন্য সিজন টিকিট বা মান্থলি টিকিটের ভাড়ায় কোনও পরিবর্তন করা হচ্ছে না।
তৎকাল টিকিটে নতুন নিয়ম: বাধ্যতামূলক আধার
১ জুলাই থেকেই তৎকাল টিকিট কাটার নিয়মেও বড় বদল আনছে রেল। এবার থেকে আধার কার্ড ছাড়া তৎকাল টিকিট কাটা যাবে না। টিকিট কাটার সময় যাত্রীর আধার সংযুক্ত মোবাইলে যাবে OTP। সেই OTP দিয়েই টিকিট বুক করা সম্ভব হবে।
এজেন্টদের জন্য কড়া ব্যবস্থা
তৎকাল টিকিট কালোবাজারি বন্ধে রেল এজেন্টদের ক্ষেত্রেও নিয়ম জারি করেছে। বুকিং শুরুর প্রথম ৩০ মিনিট কোনও এজেন্ট তৎকাল টিকিট কাটতে পারবেন না। এসি হোক বা নন-এসি— সব শ্রেণিতেই এই নিয়ম প্রযোজ্য।
অনলাইনে নিমেষে তৎকাল টিকিট শেষ হয়ে যাওয়া এবং কাউন্টারে দীর্ঘ লাইন সত্ত্বেও টিকিট না-পাওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই যাত্রীদের অভিযোগ ছিল। এবার সেই সমস্যা সমাধানে রেল কর্তৃপক্ষের এই নতুন উদ্যোগ।