মিলান: ইতালিতে বর্ণবিদ্বেষী হামলার শিকার হলেন তিন ভারতীয় ছাত্র। গোটা ঘটনার ওপরে নজর রাখছেন বলে টুইট করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
Attack on Indian students in Milan : I have got the detailed report. Pls do not worry. I am monitoring the situation personally. @cgmilan1
— Sushma Swaraj (@SushmaSwaraj) October 31, 2017
ঘটনাটি গত ১৭ অক্টোবরের। পুলিশে দায়ের করা অভিযোগে ওই তিন ছাত্র জানিয়েছিলেন, আক্রমণকারীরা প্রথমে তাঁদের গায়ের রঙ নিয়ে কটূক্তি করে, তার পর বিয়ারের বোতল নিয়ে তাঁদের ওপরে হামলা চালায়। হামলার ব্যাপারে এর বেশি কিছু তথ্য এখনও পাওয়া যায়নি।
মিলানে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছে, এই হামলার ব্যাপারে শহরের পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তবে এই হামলা বর্ণবিদ্বেষী কি না সে ব্যাপারে কিছু জানায়নি ভারতীয় দূতাবাস।
Attack on Indian students in Milan pic.twitter.com/kY0qwfePm8
— India in Milan (@cgmilan1) October 30, 2017
উল্লেখ্য, সোমবারই ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন ইতালির প্রধানমন্ত্রী পাওলো গেন্টিলোনি। দু’দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর ব্যাপারে সহমত হন দুই রাষ্ট্রপ্রধান।