Homeখবরদেশবিদেশে পড়তে গিয়ে গত ৫ বছরে ৬৩৩ জন ভারতীয় পড়ুয়ার মৃত্যু, সবচেয়ে...

বিদেশে পড়তে গিয়ে গত ৫ বছরে ৬৩৩ জন ভারতীয় পড়ুয়ার মৃত্যু, সবচেয়ে বেশি কানাডায়

প্রকাশিত

নয়াদিল্লি: বিদেশে পড়তে গিয়ে গত পাঁচ বছরে ৬৩৩ জন ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে, লোকসভায় এমনই চাঞ্চল্যকর পরিসংখ্যান তুলে ধরেছেন বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এই পাঁচ বছরে সবচেয়ে বেশি পড়ুয়ার মৃত্যু হয়েছে কানাডাতে।

রিপোর্ট অনুযায়ী, গত পাঁচ বছরে কানাডাতে ১৭২ জন ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে। এর পর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা, যেখানে ১০৮ জন ছাত্রের মৃত্যু হয়েছে। এছাড়া, ইংল্যান্ডে ৫৮, অস্ট্রেলিয়ায় ৫৭, রাশিয়ায় ৩৭, ইউক্রেনে ১৮, জার্মানিতে ২৪, জর্জিয়া, কিরঘিজস্তান ও সাইপ্রাসে ১২ এবং চিনে ৮ জন ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, প্রাকৃতিক কারণ ছাড়াও আরও নানা কারণে প্রাণ হারিয়েছেন পড়ুয়ারা। তবে মৃত ৬৩৩ পড়ুয়ার মধ্যে আততায়ী হামলায় মৃত্যু হয়েছে ১৯ জনের। কানাডায় খুন হয়েছেন ৯ জন। পড়ুয়া খুনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা, যেখানে আততায়ী হামলায় প্রাণ হারিয়েছেন ৬ জন।

সংসদে দাঁড়িয়ে কীর্তিবর্ধন সিং বলেন, “বিদেশের মাটিতে ভারতীয় পড়ুয়াদের মৃত্যুর ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন ভারত সরকার। গত ৫ বছরে যে ৬৩৩ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে, সেখানে মৃত্যুর কারণ হিসেবে প্রাকৃতিক দুর্ঘটনা, চিকিৎসার পাশাপাশি আততায়ী হামলার ঘটনাও ঘটেছে। বিদেশের মাটিতে ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করার দায় ভারতের। সরকারের তরফে বিদেশে থাকা পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করার সবরকম চেষ্টা চলছে এবং তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।”

তবে মৃত্যুর পাশাপাশি আরেকটি রিপোর্টও প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, গত তিন বছরে আমেরিকা থেকে ৪৮ জন ভারতীয় পড়ুয়াকে নির্বাসিত করা হয়েছে। তবে সরকারের দাবি, ঠিক কী কারণে নির্বাসন করা হয়েছে সে বিষয়ে সরকারের কাছে কোনও নির্দিষ্ট সরকারি রিপোর্ট নেই। অনুমোদন ছাড়া কর্মসংস্থান, শিক্ষাক্ষেত্রে অনুপস্থিতি, বহিষ্কারসহ নানা কারণে বাতিল হতে পারে পড়ুয়াদের ভিসা।

সাম্প্রতিকতম

জীবনের শেষ দিন পর্যন্ত জেলে থাকতে হবে সঞ্জয়কে, আরজি কর মামলায় সাজা শোনালেন বিচারক

আরজি কর হাসপাতালের ধর্ষণ-খুন মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।...

বুধবার থেকে শুরু রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রেশন, কীভাবে করবেন আবেদন

বুধবার থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজিস্ট্রেশন। জেনে নিন আবেদন করার পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ তারিখ।

আইআইটি কানপুরের ‘রোবোটিক এক্সোস্কেলিটন’ বদলে দেবে স্ট্রোক পুনর্বাসন প্রক্রিয়া

আইআইটি কানপুর তৈরি করল বিশ্বের প্রথম ব্রেন-কম্পিউটার ইন্টারফেস সমর্থিত রোবোটিক হ্যান্ড এক্সোস্কেলিটন। স্ট্রোক পুনর্বাসনে অভূতপূর্ব অগ্রগতির আশা।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘পদাতিক’-এর সাফল্য, অডিয়েন্স অ্যাডয়ার্ড জিতল সৃজিত মুখার্জির ছবি

সৃজিত মুখার্জির মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শক পুরস্কার জিতে নিয়েছে। এই জয় ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের দিক থেকেও গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

সিলিন্ডার ফেটে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় তাঁবুতে আগুন, কোনও হতাহত নেই

প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ আগুন, নড়েচড়ে বসল প্রশাসন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। কোনো হতাহতের খবর নেই।

আন্দোলনরত কৃষকদের চণ্ডীগড়ে বৈঠকে আমন্ত্রণ জানাল কেন্দ্র

১৪ ফেব্রুয়ারি চণ্ডীগড়ে কেন্দ্রীয় সরকারের আমন্ত্রণে কৃষকদের সঙ্গে বৈঠক। এমএসপি সহ কৃষকদের দাবি নিয়ে আলোচনা হবে।

‘আইআইটিয়ান বাবা’ অভয় সিংহ জুনা আখড়া থেকে বহিষ্কৃত, গুরু অবমাননার অভিযোগ

আইআইটি বম্বের প্রাক্তনী এবং "আইআইটিয়ান বাবা" নামে পরিচিত অভয় সিংহ গুরু অবমাননার অভিযোগে জুনা আখড়া থেকে বহিষ্কৃত। আখড়া শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে