ওয়েবডেস্ক: স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে নেপাল ও ভুটান ভ্রমণের জন্য ১৫ বছরের কম এবং ৬৫ বছরের বেশি বয়সি ভারতীয়দের পরিচয়পত্র হিসাবে আধার কার্ডকে বৈধ করা রয়েছে।
পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে স্পষ্ট করে দিয়ে বলা হয়েছে এই নির্ধারিত বয়সসীমার বাইরের ভ্রমণার্থীদের এই দুই দেশে যাওয়ার জন্য আধার কার্ড বৈধ হিসাবে বিবেচিত হবে না। এমনকী ওই দুই প্রতিবেশী দেশে ভ্রমণের জন্য কোনো ভিসারও প্রয়োজন নেই।
স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকাটি বলা হয়েছে, যদি কোনো ভারতীয়র কাছে বৈধ পাশপোর্ট থাকে তা হলে ভিসার কোনো প্রয়োজন হবে না। আবার ভারতের নির্বাচন কমিশনের দেওয়া সচিত্র ভোটার পরিচয়পত্র থাকলেও ভিসার প্রয়োজন হবে না।
[ আরও পড়ুন: জয়েন্ট এন্ট্রাস মেন দ্বিতীয় পরীক্ষা, রেজিস্ট্রেশন শুরু ফেব্রুয়ারিতেই, জানুন বিশদে ]
এত দিন ১৫ বছরের নীচে এবং ৬৫ বছরের ঊর্ধ্বের ভারতীয়রা প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ সার্ভিস কার্ড, রেশন কার্ড পরিচয়পত্র হিসাবে ব্যবহার করে ওই দুই দেশে ভ্রমণ করতে পারতেন। এ বার সেই তালিকায় যুক্ত হল ১২ সংখ্যার আধার কার্ড।