ওয়েবডেস্ক: ভারতের মধ্যে এই প্রথম। মণিপুরের রাজধানী ইম্ফলে তৈরি হতে চলেছে দেশের প্রথম ক্রীড়া বিশ্ববিদ্যালয়। গত ২৩ মে এই বিষয়ে এই অর্ডিন্যান্সে সম্মতি দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। শুক্রবার এই অর্ডিন্যান্সে নিজের সম্মতি দিয়ে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও।
গত বছর লোকসভায় যে জাতীয় ক্রীড়া বিশ্যবিদ্যালয় বিল আনা হয়েছিল, তার সঙ্গে সামঞ্জস্যেই এ বার এই অর্ডিন্যান্সটি আনা হয়েছিল।
ক্রীড়া বিজ্ঞান, ক্রীড়া প্রযুক্তি, ক্রীড়া ব্যবস্থাপনা, কোচিং-সহ একাধিক বিষয়ে কোর্স করানো হবে এই বিশ্ববিদ্যালয়ে। সেই সঙ্গে কিছু বিশেষ ক্ষেত্রে অনুশীলন কেন্দ্রও গড়ে উঠবে এখানে। বিদেশি মাপকাঠি মাথায় রেখে অনুশীলন দেওয়া হবে এখানকার পড়ুয়াদের।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্তিষ্কপ্রসূত এই প্রকল্পটি। ২০১৪-১৫ অর্থবর্ষে এই প্রকল্পের পেছনে একশো কোটি টাকা বরাদ্দ করে কেন্দ্র। মণিপুরের কৌতরুকে ৩২৫ একর জমি চিহ্নিত করেছে মণিপুর সরকার। কাজ শেষ হয়ে গেলে ভারতীয় ক্রীড়াজগতে ইম্ফল, তথা সমগ্র মণিপুর যে একটা বিশেষ জায়গা করে নেবে সেটা বলাই বাহুল্য।