Homeখবরদেশমণিপুরে শান্তির দাবিতে ছাত্র বিক্ষোভ, অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি, বন্ধ ইন্টারনেট পরিষেবা 

মণিপুরে শান্তির দাবিতে ছাত্র বিক্ষোভ, অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি, বন্ধ ইন্টারনেট পরিষেবা 

প্রকাশিত

মণিপুরে ক্রমবর্ধমান অস্থিরতা ও হিংসার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে বিজেপি সরকার মঙ্গলবার থেকে পাঁচটি উপত্যকা জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে। পাশাপাশি, ইন্টারনেট পরিষেবাও পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে এবং বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের সব স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকার প্রায় ২০০০ সিআরপিএফ জওয়ান সমন্বিত অতিরিক্ত দুটি ব্যাটালিয়ন মণিপুরে পাঠানোর নির্দেশ দিয়েছে।

সোমবার শিক্ষার্থীদের একটি ১০ সদস্যের প্রতিনিধি দল রাজ্যপাল এলপি আচার্যের কাছে স্মারকলিপি জমা দেয় এবং ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবি পূরণের সময়সীমা দেয়। সেই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর মঙ্গলবার শিক্ষার্থীরা রাজভবনের দিকে মিছিল করলে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে তাদের থামানোর চেষ্টা করে।

ইম্ফল পশ্চিম জেলার খোয়াইরামবন্দ ইমা (মায়েদের) মার্কেটে অবস্থানরত শিক্ষার্থী ও মহিলারা রাজভবনে পৌঁছানোর চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। বিক্ষোভকারীরা ইট-পাথর, বোতল ও ক্ষতিগ্রস্ত সাইকেল ছুঁড়ে প্রতিক্রিয়া জানায়।

এদিন সন্ধ্যায়, রাজ্যপাল শান্তির আবেদন জানিয়ে শিক্ষার্থীদের একটি ১১ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। তিনি শিক্ষার্থীদের স্বার্থে যা করা সম্ভব তা করার প্রতিশ্রুতি দেন।

গত ১ সেপ্টেম্বর থেকে ইম্ফল উপত্যকায় বিক্ষোভ চলছে। বিশেষত, বিশ্ণুপুরে রকেট বোমা হামলা ও জিরিবামে বন্দুকযুদ্ধের ঘটনায় ছয়জন নিহত হওয়ার পর আন্দোলনের তীব্রতা বৃদ্ধি পায়। শিক্ষার্থীরা পুলিশের ডিজিপি ও নিরাপত্তা উপদেষ্টার অপসারণ এবং ইউনিফাইড কমান্ডের নিয়ন্ত্রণ মুখ্যমন্ত্রী ও নির্বাচিত সরকারের হাতে হস্তান্তরের দাবি জানিয়েছেন।

ইম্ফল পশ্চিমের কাকওয়ায় মণিপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে সামিল হয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সক্রিয়তার অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করে। বিক্ষোভকারীরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ডিজিপি রাজীব সিং এবং নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং-এর কুশপুত্তলিকা দাহ করে।

সাম্প্রতিকতম

মহানগরীতে ঠাকুর দেখা ১: রাজীব বসুর ক্যামেরায়

একদিকে ডাক্তাররা বসে আছেন ধর্মতলার অনশন-মঞ্চে অন্যদিকে জনস্রোত নেমেছে কলকাতার বিভিন্ন পূজামণ্ডপে – শহরের...

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করে পদার্থবিদ্যায় নোবেল পেলেন জন হপফিল্ড এবং জিওফ্রে হিন্টন  

এবার পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পুরস্কার জিতলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপফিল্ড এবং কানাডার জিওফ্রে হিন্টন।...

কলগামে পঞ্চমবারের জন্য জয়ী হলেন সিপিআই (এম) নেতা মোহাম্মদ ইউসুফ তারিগামি

সিপিআই (এম) নেতা মোহাম্মদ ইউসুফ তারিগামি কলগাম আসনে পঞ্চমবারের জন্য জয়ী হয়েছেন। তিনি ৩৩,৩৯০ ভোট পেয়ে জামাত-এ-ইসলামি প্রার্থী সায়ার রেশিকে পরাজিত করেছেন।

‘সত্যের জয় হয়েছে,’ হরিয়ানা বিধানসভা নির্বাচনে জিতে বললেন বিনেশ ফোগাট

কুস্তিগীর বিনেশ ফোগাট জুলানা আসন থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিনেশ ফোগাটের জয়ে কংগ্রেস সমর্থকদের উচ্ছ্বাস বাড়ছে।

আরও পড়ুন

কলগামে পঞ্চমবারের জন্য জয়ী হলেন সিপিআই (এম) নেতা মোহাম্মদ ইউসুফ তারিগামি

সিপিআই (এম) নেতা মোহাম্মদ ইউসুফ তারিগামি কলগাম আসনে পঞ্চমবারের জন্য জয়ী হয়েছেন। তিনি ৩৩,৩৯০ ভোট পেয়ে জামাত-এ-ইসলামি প্রার্থী সায়ার রেশিকে পরাজিত করেছেন।

‘সত্যের জয় হয়েছে,’ হরিয়ানা বিধানসভা নির্বাচনে জিতে বললেন বিনেশ ফোগাট

কুস্তিগীর বিনেশ ফোগাট জুলানা আসন থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিনেশ ফোগাটের জয়ে কংগ্রেস সমর্থকদের উচ্ছ্বাস বাড়ছে।

৩৭০ ধারা বাতিলের পর প্রথম জম্মু ও কাশ্মীর নির্বাচনে কংগ্রেস-এনসি জোটের দাপট

জম্মু ও কাশ্মীরে প্রথম নির্বাচনে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স জোটের বিপুল অগ্রগতি। বিজেপি ২৭ আসনে এগিয়ে, এবং পিডিপি দুই আসনে এগিয়ে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?