মহাকাশ গবেষণার ক্ষেত্রে বড়সড় সাফল্য পেল ইসরো।এসক্যাটস্যাট-১ সহ একসঙ্গে ৮টি কৃত্রিম উপগ্রহকে মহাকাশে পাঠাল এই মহাকাশ গবেষণা সংস্থাটি। এই প্রথম এদের মধ্যে দুটি উপগ্রহকে ছাড়া হয়েছে ভিন্ন কক্ষপথে।
সোমবার সকাল ৯টা ১২মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান কেন্দ্র থেকে মহাশূন্যে রওনা দেয় পোলার স্যাটেলাইট লঞ্চ ভিহিকল পিএসএলভি-সি৩৫। সেই যানে করেই মহাকাশে যাত্রা করে ৩৭১ কেজি ওজনের এসক্যাটস্যাট-১ সহ ৮টি নানা আকারের উপগ্রহ। ইসরো জানিয়েছে, সব মিলিয়ে ৬৭৫ কেজি ওজন নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছে পিএসএলভি-সি৩৫।
এই উপগ্রহগুলির মধ্যে এসক্যাটস্যাট-১ সমুদ্র ও আবহাওয়া নিরীক্ষণের কাজে ব্যবহার হবে। বাকি ৭টি মধ্যে ৫টি বিভিন্ন দেশের। উৎক্ষেপণের ১৭ মিনিট পর পোলার সানসিনক্রোনাস অরবিটে মুক্তি পেয়েছে এসক্যাটস্যাট-১। শনিবার সকাল ৮টা ৮২ মিনিট ইসরোয় শুরু হয় সাড়ে ৪৮ ঘণ্টার কাউন্টডাউন।
WATCH : #ISRO successfully launches its #weather satellite #SCATSAT1 from #Sriharikota. #PSLVC35 pic.twitter.com/2qQLDfLtSe
— All India Radio News (@airnewsalerts) September 26, 2016
এসক্যাটস্যাট-১ ছাড়া বাকি উপগ্রহগুলির মধ্যে আলস্যাট-১বি, আলস্যাট-২বি ও আলস্যাট-১এন এসেছে আলজিরিয়া থেকে। পাথফাইন্ডার-১ ও এনএলএস-১৮ আমেরিকা ও কানাডার উপগ্রহ।
ছবি ইসরোর ওয়েব সাইট থেকে নেওয়া