Homeখবরদেশজম্মু-কাশ্মীর বিধানসভায় ৩৭০ ধারা নিয়ে তুমুল হট্টগোল-হাতাহাতি, অধিবেশন স্থগিত

জম্মু-কাশ্মীর বিধানসভায় ৩৭০ ধারা নিয়ে তুমুল হট্টগোল-হাতাহাতি, অধিবেশন স্থগিত

প্রকাশিত

বৃহস্পতিবার জম্মু-কাশ্মীর বিধানসভায় ৩৭০ ধারা নিয়ে তুমুল হট্টগোলের মধ্যে বিধায়কদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আওয়ামি ইত্তেহাদ পার্টির বিধায়ক ইঞ্জিনিয়ার রশিদের ভাই খুরশিদ আহমদ শেখ ৩৭০ ধারার সমর্থনে একটি ব্যানার প্রদর্শন করলে তা নিয়ে বিরোধী নেতা সুনীল শর্মা আপত্তি জানান। এতে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়।

পরিস্থিতি সামাল দিতে বিধানসভার মার্শালরা দ্রুত হস্তক্ষেপ করেন এবং বিধায়কদের আলাদা করেন। বিজেপি বিধায়কদের জোর করে বের করে দেওয়া হয়। বিজেপি নেতারা স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন, দাবি করেন যে তিনি খুরশিদ আহমদ শেখের দিকে পক্ষপাত করছেন।

পরে অধিবেশন সাময়িকভাবে পুনরায় শুরু হলেও, কিছুক্ষণের মধ্যেই তা আগামীকাল পর্যন্ত স্থগিত করা হয়।এই ঘটনার প্রতিক্রিয়ায় বিজেপি রাজ্য সভাপতি রবীন্দর রাইনা ন্যাশনাল কনফারেন্স (এনসি) এবং কংগ্রেসের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, “কংগ্রেস কা হাত পাকিস্তান কে সাথ, কংগ্রেস কে হাত সন্ত্রাসবাদীদের সাথ।”

৩৭০ ধারা পুনঃস্থাপনের প্রস্তাব নিয়ে উত্তেজনা

৩৭০ ধারা নিয়ে এই উত্তপ্ত পরিস্থিতি বুধবারও দেখা গিয়েছিল, যখন জম্মু-কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী রাজ্যের বিশেষ মর্যাদা পুনঃস্থাপনের প্রস্তাব আনেন। ২০১৯ সালের ৫ আগস্ট কেন্দ্রীয় সরকার এই বিশেষ মর্যাদা প্রত্যাহার করেছিল। এই প্রস্তাবের বিরোধিতা করতে বিজেপি বিধায়করা প্রস্তাবের কাগজ ছিঁড়ে তার টুকরোগুলি বিধানসভায় উড়িয়ে দেন। এসময় শেখ খুরশিদও সেখানে প্রবেশের চেষ্টা করেন, তবে তাঁকে মার্শালরা আটকায়। এনসি সদস্যরা প্রস্তাবটি পাশের দাবিতে স্লোগান তোলেন।

প্রসঙ্গত, ৩৭০ ধারা নিয়ে বিতর্ক এবং বিধানসভায় এই সংঘর্ষ জম্মু-কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতির গভীর মতপার্থক্যকে সামনে তুলে ধরছে।

সাম্প্রতিকতম

মানবভ্রূণের মস্তিষ্কের প্রথম থ্রি ডি ডিজিটাল ইমেজ, চিকিৎসাবিজ্ঞানে নয়া দিশা দেখাল আইআইটি মাদ্রাজ      

অসম্ভবকে সম্ভব করে দেখালেন আইআইটি মাদ্রাজের গবেষকেরা। মায়ের গর্ভে মানবভ্রূণের মস্তিষ্ককে কেমন দেখতে হয়?...

আইএসএল ২০২৪-২৫: পিছিয়ে থেকে শেষ দশ মিনিটে দু’টি গোল, কেরলের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল মোহনবাগান   

মোহনবাগান সুপার জায়ান্ট: ৩ (জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, আলবার্তো রদ্রিগুয়েজ) কেরল ব্লাস্টার্স: ২ (খেসুস...

নয়া অপারেটিং সিস্টেম আনল গুগল

অ্যান্ড্রয়েড ছাড়াও নতুন অপারেটিং সিস্টেম Android XR লঞ্চ করল গুগল। এক্সটেন্ডেড রিয়েলিটি (XR) এবং...

স্ট্রিট ফুডে ভারতের সেরা ১০ শহরের তালিকায় রয়েছে কোন কোন শহর

স্থানীয় অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য, স্থানীয় খাবারের স্বাদ, অনেক ইতিহাস জড়িয়ে থাকে স্ট্রিট ফুডের সঙ্গে।...

আরও পড়ুন

কৃষিঋণে নতুন নিয়ম, ২ লক্ষ টাকা পর্যন্ত জামানত-মুক্ত ঋণ ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের

কৃষকদের স্বার্থে বড় পদক্ষেপ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। আগামী ২০২৫ সালের জানুয়ারি...

‘দিল্লি চলো’ মিছিলে পুলিশের জলকামান ও কাঁদানে গ্যাস, আহত ১০ কৃষক

নয়াদিল্লি: শনিবার হরিয়ানা-পঞ্জাব সীমান্তে ‘দিল্লি চলো’ মিছিলে অংশগ্রহণকারী কৃষকদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে...

এক সপ্তাহে তৃতীয়বার দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্কে শিক্ষার্থী ও অভিভাবকরা

দিল্লির বেশ কয়েকটি স্কুল, যেমন ডিপিএস আর কে পুরম, বোমা হামলার হুমকি পেয়েছে। হুমকি ইমেইলে বিস্ফোরণের তারিখ জানানো হয়েছে ১৩ ও ১৪ ডিসেম্বর।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে