ওয়েবডেস্ক: বিভিন্ন সম্প্রদায় থেকে পাঁচজনকে উপমুখ্যমন্ত্রী করে শুক্রবারই একপ্রস্থ চমক দিয়েছিলেন অন্ধ্র প্রদেশের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি। শনিবারও আরও একটা চমক দিলেন তিনি। এ বার দলিত মহিলাকে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী করলেন তিনি।
গুন্টুর জেলার প্রতিপদু কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক মেকতোটি সুচরিতাকে স্বরাষ্ট্রমন্ত্রী করলেন জগন। সুচরিতা ছাড়াও আরও ২৪ জন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ দিন শপথ নেন। সব মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল ইএসএল নরসিংহ। সকালের শপথ অনুষ্ঠানের পরে সবাইকে দফতর বন্টন করে দিয়েছেন জগন।
বাবা ওয়াইএস রাজশেখর রেড্ডির থেকেই সম্ভবত অনুপ্রাণিত হয়েছেন জগন। কারণ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন দেশের ইতিহাসে প্রথমবার কোনো মহিলাকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছিলেন রাজশেখর।
আরও পড়ুন পুনরায় নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরে মোদী, পেলেন বিশেষ সম্মান
জগন বলেছিলেন তাঁর মন্ত্রিসভায় গুরুত্ব পাবে তথাকথিত ‘নীচু জাত’-এর বিধায়করা। সেটাই হয়েছে। ২৫ জনের মধ্যে ১১ জন উচ্চবর্ণের বিধায়ক রয়েছে। বাকি সবাই কোনো না কোনো ‘নীচু জাত’ অন্তর্ভুক্ত।