সুজাত বুখারি খুনের পেছনে কার হাত, জানিয়ে দিল কাশ্মীর পুলিশ

0

শ্রীনগর: সাংবাদিক সুজাত বুখারিকে খুনের পেছনে হাত রয়েছে পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার। এমনটাই জানিয়ে দিল কাশ্মীর পুলিশ।

বৃহস্পতিবার এমনটাই জানান কাশ্মীর পুলিশের আইজি এসপি বৈদ। এর পাশাপাশি চার জন সন্দেহভাজনের ছবিও প্রকাশ করেছে তারা। বৈদ বলেন, বুখারির খুনিরা পাকিস্তান থেকেই এসেছিল। যদিও বুখারির খুনের পরে কোনো জঙ্গি সংগঠনই এর দায় স্বীকার করেনি। গত ১৪ জুন, ইফতার পার্টিতে যাওয়ার সময়ে শ্রীনগরের প্রেস ক্লাবের সামনেই আততায়ীদের গুলিতে খুন হয়ে যান ‘রাইজিং কাশ্মীর’-এর সম্পাদক বুখারি। অন্তত তিন জন আততায়ী ছিল বলেও জানা যায়। শুধু বুখারিই নন, তাঁর দুই দেহরক্ষীও খুন হন।

কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধানের কথা বলতেন বুখারি। ভারত এবং পাকিস্তানের প্রাক্তন আমলা এবং সেনাকর্তাদের নিয়েও বেশ কয়েক বার সম্মেলনের আয়োজন করেছেন তিনি।

বিজ্ঞাপন