বিহারে আসন্ন উপনির্বাচন পিছিয়ে দেওয়ার আর্জি। শনিবার সুপ্রিম কোর্টে আবেদন জানাল প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি।
আগামী ১৩ নভেম্বর বিহারে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জন সুরাজ পার্টি তাদের আবেদনে উল্লেখ করেছে যে, ছটপুজোর কারণে বিহারের অনেক মানুষের দাবি, উপনির্বাচনের তারিখ ১৩ নভেম্বর থেকে পিছিয়ে ২০ নভেম্বর করা হোক। সুপ্রিম কোর্ট আগামী সোমবার (১১ নভেম্বর, ২০২৪) এই আবেদনটি শুনবে।
আবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশ, পঞ্জাব এবং কেরলে ধর্মীয় উৎসবের কারণে নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। অথচ বিহারের ঐতিহ্যবাহী ছট উৎসবের প্রেক্ষিতে উপনির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়নি। জন সুরাজ পার্টি তাদের আবেদনে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে অসাংবিধানিক এবং সংবিধানের অনুচ্ছেদ ১৪ অনুসারে সমানাধিকারের অধিকার লঙ্ঘন বলে উল্লেখ করেছে।
এই উপনির্বাচনে চারটি বিধানসভা আসনে—তারাড়ি, রামগড়, বেলাগঞ্জ ও ইমামগঞ্জে জন সুরাজ পার্টি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তারাড়ি আসনে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এসকে সিংকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে জন সুরাজ পার্টি।
এই চার আসনে মোট ৩৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনের মতে, ২৫ অক্টোবর পর্যন্ত মোট ৫০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন, যার মধ্যে ছয়টি মনোনয়ন বাতিল হয় এবং সমান সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। বেলাগঞ্জ আসনে সর্বোচ্চ ১৪ জন প্রার্থী রয়েছেন।
উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন আরজেডির বিষ্ণুনাথ কুমার সিং, যাঁর বাবা সুরেন্দ্র প্রসাদ যাদব সংসদে নির্বাচিত হওয়ার কারণে এই আসনে উপনির্বাচন হচ্ছে।
আরও পড়ুন: বউমাকে মেঝেতে শোওয়ানো, টিভি দেখতে না দেওয়া নির্যাতন নয়, রায় হাইকোর্টের