নতুন করে ইতিহাস লিখলেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর। মধ্যপ্রদেশের একটি জনসভায় স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বললেন, নেতাজি সুভাষচন্দ্র বোস, সর্দার প্যাটেল, পণ্ডিত জওহরলাল নেহরু, ভগত সিং এবং রাজগুরুর ফাঁসি হয়েছিল।
নেতাজির মৃত্যু-রহস্য এখনও ধোয়াঁশা। ১৯৬৪ সালে ৭৪ বছর বয়সে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত নেহরু স্বাভাবিক কারণেই মারা গিয়েছিলেন। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার প্যাটেল ৭৫ বছর বয়সে মারা যান। মধ্যপ্রদেশে তেরঙ্গা যাত্রার উদ্বোধন করতে গিয়ে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী তার উল্লেখ না করে নতুন বির্তক তৈরি করলেন।
#WATCH HRD Min Prakash Javadekar says “SC Bose, Sardar Patel, Nehru, Bhagat Singh, Rajguru sabhi phaansi par chade”https://t.co/JSgXjcVmAm
— ANI (@ANI_news) August 23, 2016
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।