ভারতীয় সমাজ কি আদৌ পালটাচ্ছে? এখানে মন্দির আর মসজিদে মহিলাদের প্রবেশাধিকারের জন্য কোর্টকে হস্তক্ষেপ করতে হয়। আবার ‘ভারতীয় রীতি’ মোতাবেক পোশাক না পরে এলে মন্দিরে ঢুকতে দেওয়া হয় না মহিলাদের।
মধ্যপ্রদেশের উজ্জয়িনীর একটি জৈনমন্দির থেকে রবিবার ফতোয়া জারি করা হয়েছে যে আট বছরের ঊর্ধ্বে মেয়েরা যদি জিনস্, কেপ্রি প্যান্ট গাউন বা ওই রকম ‘পশ্চিমি’ পোশাক পরে আসে তা হলে তাদের মন্দিরে ঢুকতে দেওয়া হবে না। খাড়াকুয়া এলাকার শ্রী ঋষভদেব মন্দিরের ম্যানেজমেন্টের তরফ থেকে জারি করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “মন্দিরে একমাত্র সেই মহিলাদেরই ঢুকতে দেওয়া হবে যাঁরা ‘ভারতীয় সংস্কৃতি’ মেনে পোশাক পরে আসবেন এবং তাঁদের মাথা ঢাকা থাকা বাধ্যতামূলক”।
এখন দেখার এই ঘটনার পরিপ্রেক্ষিতেও কোর্টকে হস্তক্ষেপ করতে হয় কি না।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।