২০১৬ সালের ছাত্র নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। নির্বাচিত হয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার, তৈরি হয়ে গিয়েছে নির্বাচন পরিচালক মণ্ডলী। এই প্রথম বার জেএনইউ-র মুখ্য নির্বাচন কমিশনার হলেন কোনও মহিলা। জেএনইউএসইউ-র ডাকা একটি বৈঠকে সর্বসম্মত ভাবে মুখ্য নির্বাচন কমিশনার নির্বাচিত হয়েছেন স্কুল অফ সোশাল সায়েন্সেস-এর প্রথম বর্ষের পিএইচডি ছাত্রী ঈষিতা মানা।
মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হওয়ার পর ১ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে। নির্বাচন হবে ৯ সেপ্টেম্বর।
কয়েক দশক ধরে জেএনইউ-তে ছাত্র নির্বাচনে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হয়ে আসছে।
গত বছর ছাত্র নির্বাচনে জয়ী হয়েছিল সিপিআই-এর ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন। প্রেসিডেন্ট পদে জিতেছিলেন কানহাইয়া কুমার। ১৪ বছর পর চারটি কেন্দ্রীয় প্যানেলের একটিতে জয়ী হয়েছিল বিজেপি-র ছাত্র শাখা এবিভিপি।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।