নিজের অফিসে খুন হলেন সাংবাদিক। নাম কিশোর দাবে। গুজরাতের ‘জয় হিন্দ’ দৈনিকের ব্যুরো চিফ ছিলেন তিনি। সোমবার রাত ৯টায় জুনাগড়ে নিজের অফিসে খুন হন ৫৩ বছরের কিশোর। তাঁর বুকে ছুরি দিয়ে বারবার আঘাত করার চিহ্ন পাওয়া গেছে। অভিযোগের তির গুজরাতের প্রাক্তন মন্ত্রীর ছেলের দিকে।
সোমবার ওই সময়ে একাই অফিসে ছিলেন কিশোর দাবে। তাঁর এক কামরার অফিসে কোনও সিকিউরিটি ক্যামেরা ছিল না। অফিসের এক কর্মচারী তাঁকে প্রথম ওই অবস্থায় দেখতে পান। কিশোরের পরিবারের লোকজন দাবি করেছেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন কৃষিমন্ত্রী রতি সুরেজার ছেলে ভবেশ খুন করেছেন তাঁকে। এক বছর আগে ভবেশের বিরুদ্ধে এক মহিলাকে হেনস্থা করার অভিযোগ ওঠে এবং সেই খবর দাবে তাঁর কাগজে প্রকাশ করেন। দাবের বিরুদ্ধে সাইবার ক্রাইমের অভিযোগ আনা হয়। পরে যদিও তিনি জামিন পেয়ে যান। দাবেকে এর আগে বেশ কয়েক বার হুমকিও দেওয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।