Journalist KJ Singh

মোহালি:  শনিবার নিজের বাড়িতে খুন হলেন প্রবীণ সংবাদিক কেজে সিং ও তাঁর মা। কী কারণে খুন তা তদন্ত করে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গলা কাটা অবস্থায় সিং-এর দেহ উদ্ধার হয়। তাঁর মা নব্বই বছরের গুরচরণ কৌরকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে পুলিশের অনুমান। কেজে সিং-এর ফোর্ড গাড়িটির হদিশ পাওয়া যাচ্ছে না।

দুপুর একটা নাগাদ এক ব্যক্তি প্রবীণ সাংবাদিকের সঙ্গে দেখা করতে আসেন। অনেক ডাকাডাকির পর কেউ না সাড়া না দেওয়ায় তিনি ঘরে ঢোকেন এবং দেখেন মৃত অবস্থায় পড়ে রয়েছেন কেজে সিং ও তাঁর মা।

প্রবীণ সাংবাদিক কেজে সিং ইন্ডিয়ান এক্সপ্রেস, ট্রিবিউন এবং টাইমস অফ ইন্ডিয়ার চণ্ডীগড় সংস্করণের বার্তা সম্পাদক ছিলেন। সাম্প্রতিক সময়ের মধ্যে তিনি হলেন তৃতীয় সাংবাদিক যিনি খুন হলেন। সাংবাদিক গৌরী লঙ্কেশের পর, এই সপ্তাহের প্রথমে খুন হন ত্রিপুরার সাংবাদিক শান্তনু ভৌমিক।

এই জোড়া খুনের তদন্তে পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের নির্দেশ দিয়েছেন।

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন