উত্তর প্রদেশের সীতাপুরে প্রকাশ্য দিবালোকে গুলিতে খুন হলেন সাংবাদিক রাঘবেন্দ্র বাজপেয়ী। এই ঘটনা নিয়ে সরব হয়েছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। তিনি জানিয়েছেন, সরকার এই ঘটনায় অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং অপরাধীদের কঠোর শাস্তি দেওয়া হবে।
উপমুখ্যমন্ত্রী বলেছেন, “যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মামলাটি ফাস্ট ট্র্যাক কোর্টে নিয়ে যাওয়া হবে এবং দোষীদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন (NSA) প্রয়োগ করা হবে। কাউকে রেয়াত করা হবে না।”
কী ঘটেছিল?
শনিবার দুপুরে সাংবাদিক রাঘবেন্দ্র বাজপেয়ীকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে দিল্লি-লখনউ মহাসড়কের উপর। হামলাকারীরা বাইকে এসে প্রথমে বাজপেয়ীর বাইকে ধাক্কা দেয়, তারপর কাছ থেকে গুলি চালায়।
এডিশনাল এসপি প্রকাশ কুমার জানিয়েছেন, “ঘটনার তদন্ত চলছে। তদন্তে নতুন কোনও তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।”
পরিবারের দাবি, এক অজানা ব্যক্তির ফোন আসার পরই বাড়ি থেকে বেরিয়েছিলেন রাঘবেন্দ্র। তবে এখনো হত্যার সঠিক কারণ জানা যায়নি।
পুলিশ হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে এবং তদন্তের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।