নয়াদিল্লি: অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের স্থলাভিষিক্ত হলেন বিচারপতি সঞ্জীব খন্না। দেশের ৫১ তম প্রধান বিচারপতি হিসাবে সোমবার তিনি দায়িত্বভার গ্রহণ করলেন।
রাষ্ট্রপতি ভবনে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে বিচারপতি খন্নাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধান বিচারপতি হিসাবে সঞ্জীব খন্নার কার্যকাল সাত মাসের। ২০২৫-এর ১৩ মে তিনি অবসর গ্রহণ করবেন। বিচারপতি খান্না ২০১৯-এর ১৮ জানুয়ারি দিল্লি হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্টে উন্নীত হন।
২০১৯-এর এপ্রিলে তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছিল। সেই রিপোর্ট প্রকাশিত হয়েছিল সংবাদ মাধ্যমে। সঞ্জীব খন্নার নেতৃত্বাধীন বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে সেই অভিযোগ সংক্রান্ত মামলা গ্রহণ করেছিল।
২০১৯-এ সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ রায় দিয়েছিল, তথ্যের অধিকার সংক্রান্ত আইন (আরটিআই অ্যাক্ট) প্রধান বিচারপতির অফিসের ক্ষেত্রেও প্রযোজ্য। সেই সাংবিধানিক বেঞ্চের হয়ে মূল রায়টি লিখেছিলেন বিচারপতি খন্না।
এ ছাড়াও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন, ইভিএম-ভিভিপ্যাট, ইলেক্টোরাল বন্ড ইত্যাদি বিষয়ক মামলাতেও রায় শুনিয়েছিলেন বিচারপতি খন্না।