বেঙ্গালুরু: স্বচ্ছন্দেই ক্ষমতায় থাকছেন বি এস ইয়েদিউরাপ্পা। ক্ষমতায় টিকে থাকতে হলে তাঁর দরকার ছিল ৬টা আসনের। তার জায়গায় তিনি জিততে চলেছেন অন্তত ১১টা আসনে।
গত বৃহস্পতিবার কর্নাটক বিধানসভার যে ১৫টি আসনে উপনির্বাচন হয়, তার মধ্যে ৪টি আসনে জিতে গিয়েছে বিজেপি। ১টি আসনে জিতেছে কংগ্রেস।
বাদবাকি ১০টি আসনের মধ্যে ৭টিতে বেশ ভালো ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি। কংগ্রেস, জেডি (এস) এবং নির্দল প্রার্থীরা।
রাজ্যের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদিউরাপ্পা ইতিমধ্যেই পুত্র বি ওয়াই বিজয়েন্দ্রকে নিয়ে জয় উদযাপন করতে শুরু করে দিয়েছেন। ও দিকে কংগ্রেসের হেভিওয়েট নেতা ডিকে শিবকুমার পরাজয় স্বীকার করে নিয়েছেন।
কৃষ্ণরাজপেট বিধানসভা আসন জেডি (এস)-এর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। মান্ড্য জেলায় এই প্রথম বিজেপি জয় পেল।
এখনও পর্যন্ত বিজেপি যে চারটি আসনে জিতেছে সেগুলি হল কৃষ্ণরাজপেট, ইয়েল্লাপুর, হুনসুর আর কাগওয়াড়। কংগ্রেস জিতেছে চিকবল্লাপুর আসনটি।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।