ওয়েবডেস্ক: কর্নাটক বিধানসভার ২২২টি কেন্দ্রের ভোট গ্রহণ শেষ হতেই বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করল বেশ কয়েকটি সংবাদ মাধ্যম ও সমীক্ষক সংস্থা। অগ্রণী কয়েকটি সংস্থার সমীক্ষা থেকে যা উঠে এল তা মোটেই জাতীয় কংগ্রেসের কাছে আশাব্যঞ্জক নয়। অন্য দিকে বুথ ফেরত সমীক্ষা দেখে যথেষ্ট উৎফুল্ল গেরুয়া শিবির। প্রায় প্রতিটি সংস্থাই জানিয়েছে, তাদের সমীক্ষায় ২-৪ শতাংশ হেরফের হতে পারে ফলাফলের সঙ্গে।
নিউজ নেশন জানিয়েছে, তাদের সমীক্ষা অনুযায়ী, এ বারে নির্বাচনে বিজেপি পেতে পারে ১০৫-১০৯টি আসন। কংগ্রেসের দিকে যেতে পারে ৭১-৭৫টি, দেবেগৌড়ার জেডি (এস) পেতে পারে ৩৬-৪০টি ও অন্যান্যরা পেতে পারে ৩-৫টি আসন। অ্রর্থাৎ সরকার গড়তে প্রয়োজনীয় ১১২টি আসন অনায়াসেই বিজেপির দিকে যেতে পারে এই সংস্থার বুথ ফেরত সমীক্ষায়।
একই ভাবে নিউজ এক্স-সিএনএক্স জানিয়েছে, তাদের বুথ ফেরত সমীক্ষার কতকটা এ রকম-বিজেপি-১০২-১১০, কংগ্রেস-৭২-৭৮, জেডি(এস)-৩৫-৩৯, অন্যান্য-৩-৫টি আসন পেতে পারে।
আর একটি সমীক্ষক টাইমস নাও-ভিএমআরের সমীক্ষা বলছে, বিজেপি-৮০-৯৩, কংগ্রেস-৯০-১০৩, জেডি(এস)-৩১-৩৯, অন্যান্য-২-৪টি আসন পেতে পারে।
তবে সার্বিক ভাবে সব ক’টি সমীক্ষক সংস্থার রিপোর্টের গড় হিসাবে দেখা গিয়েছে বিজেপি-১০০ , কংগ্রেস-৮৬, জেডিএস-৩৩, অন্যান্য-৩টি আসন পেতে পারে। তবে প্রকৃত ফলাফল জানা যাবে আগামী ১৫ মে।