শ্রীনগর: সুজাত বুখারি খুনের প্রতিবাদ জানাতে অভিনব পন্থা নিল কাশ্মীরের সংবাদপত্রগুলি। সম্পাদকীয়র জায়গা ফাঁকা রেখেই মঙ্গলবার নিজেদের সংস্করণগুলি প্রকাশ করে বিভিন্ন সংবাদপত্র।
ঈদের দু’দিনের ছুটির পরে মঙ্গলবারই নতুন করে সংস্করণ প্রকাশ করে সংবাদপত্রগুলি। সব ক’টিতেই সম্পাদকীয়র জায়গা ছিল ফাঁকা। গ্রেটার কাশ্মীর, কাশ্মীর অবজার্ভার, কাশ্মীর রিডার এবং বুখারির নিজের রাইজিং কাশ্মীরের সম্পাদকীয়র জায়গা ফাঁকা ছিল। অন্য দিকে সম্পাদকীয়র জায়গা ফাঁকা রেখেছিল উর্দু সংবাদপত্র তমলীল ইরশাদও।
গত বৃহস্পতিবার শ্রীনগরের প্রেস ক্লাব থেকে ইফতার পার্টিতে যাওয়ার সময়ে জঙ্গিদের গুলিতে নিহত হন রাইজিং কাশ্মীরের সম্পাদক সুজাত বুখারি। পরের দিনই তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন করে কোনো ভাবেই দমে না যাওয়ার বার্তা দেয় রাইজিং কাশ্মীর।
শাসক, বিরোধী, বিচ্ছিন্নতাবাদী সংগঠন, প্রেস কাউন্সিল, সবাই একযোগে বুখারির খুনের প্রতিবাদ জানায়। ইতিমধ্যে সুজাত বুখারির খুনিদের চিহ্নিত করার জন্য সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে কাশ্মীর পুলিশ। জঙ্গিদের সঙ্গে যোগ থাকার সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।