ওয়েবডেস্ক: কাশ্মীরের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল হলেন কাথুয়া মামলায় এক অভিযুক্তের আইনজীবী অসীম সাইনি। এই সিদ্ধান্তের ফলে উপত্যকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এই মুহূর্তে কাশ্মীরের শাসনভার সব কিছুই কেন্দ্রের হাতে। কেন্দ্রের হাতে থাকা রাজ্যের আইন দফতর সাইনিকে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিয়োগ করে। এই সিদ্ধান্তের ফলে কেন্দ্রের বিরুদ্ধে নিজের ক্ষোভ চেপে রাখতে পারেননি কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। অভিযুক্তদের হয়ে লড়ার জন্যই পুরস্কার পেয়েছেন বলে সাফ কথা মুফতির।
রাজনৈতিক মহলের খবর, কাশ্মীর সরকারের ওপর থেকে বিজেপির সমর্থন তুলে নেওয়ার অন্যতম কারণ ছিল কাথুয়া মামলায় মেহবুবার সিবিআই তদন্তে রাজি না হওয়া। মেহবুবার পাশাপাশি এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন ওমর আবদুল্লাহও।
তবে কাথুয়া কাণ্ডে অন্যতম অভিযুক্ত পুলিশকর্মী তিলক রাজের হয়ে মামলা লড়া সাইনি নিজের এই নতুন পদের ব্যাপারে বলেছেন, “কোনো অভিযুক্তের হয়ে মামলা লড়লে আইনজীবীও অভিযুক্ত হয় নাকি?” তবে এর বিরুদ্ধে হয়তো সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে আসিফার পরিবার।