১ নভেম্বর থেকে খোলা জায়গায় মলত্যাগ বন্ধ হতে চলেছে কেরলে। এই দিনটি রাজ্যের প্রতিষ্ঠা দিবস। সে দিন এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে দিয়ে এই ঘোষণা করাতে চায় কেরলের বাম গণতান্ত্রিক সরকার। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযানকে মাথায় রেখেই তাঁকে দিয়ে আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা করার পরিকল্পনা নিয়েছে কেরল সরকার।
রাজ্যের ৯৪১টি গ্রাম পঞ্চায়েতে ১ কোটি ৯০ লক্ষ শৌচাগার তৈরির কাজ চলছে। এমনকি দুর্গম এলাকা ও পাহাড়ি অঞ্চলের ব্যাক্তিগত বাড়িতেও তৈরি হচ্ছে শৌচাগার।
এখন পর্যন্ত ৩৫ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছে। বাকি কাজও ১ নভেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে বলে জানিয়েছে এই প্রকল্পের নোডাল এজেন্সি শুচিত্ব মিশন।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।