Homeখবরদেশশনিবার শেষ দফার ভোটে নজরে মোদী, কঙ্গনা, অনুরাগ, অভিষেক  

শনিবার শেষ দফার ভোটে নজরে মোদী, কঙ্গনা, অনুরাগ, অভিষেক  

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: অষ্টাদশ লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোটপর্ব অনুষ্ঠিত হতে চলেছে শনিবার ১ জুন। এ দিন দেশের ৭টি রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭টি আসনে ভোট নেওয়া হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের ৯টি কেন্দ্রও রয়েছে।

এ দিন ৯০৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গে ১৩৯ জন, পাঞ্জাবে ৩২৮ জন, উত্তর প্রদেশে ১৪৪ জন, বিহারে ১৩৪ জন, ওড়িশায় ৬৬ জন, ঝাড়খণ্ডে ৫২ জন, হিমাচল প্রদেশে ৩৭ জন এবং চণ্ডীগড়ে ৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে।

উত্তরপ্রদেশের বারাণসী, গোরখপুর

এ দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই হবে উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্রে। এই কেন্দ্রে ভোটপ্রার্থী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কেন্দ্র থেকেই মোদী ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা ভোটে নির্বাচিত হয়েছিলেন। মোদীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন কংগ্রেস নেতা অজয় রাই। এই অজয় রাই একসময়ে বিজেপিতে ছিলেন। ২০১২ সালে তিনি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন।

নির্বাচকমহলের চোখ রয়েছে উত্তরপ্রদেশের আর-একটি কেন্দ্রের দিকে। সেটি হল গোরখপুর। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে গতবারের সাংসদ রাজনীতিক-অভিনেতা রবি কিষানকে। তাঁকে লড়তে হচ্ছে সমাজবাদী পার্টির প্রার্থী কাজল নিষাদের বিরুদ্ধে। ২০১৯-এর ভোটে ৬০ শতাংশেরও বেশি ভোট পেয়ে সপা প্রার্থী রামভুয়াল নিষাদকে পরাজিত করেছিলেন রবি কিষান।

হিমাচলের মান্ডি, হামিরপুর

হিমাচল প্রদেশের দুটি কেন্দ্রের দিকে নজর রয়েছে সকলের। একটি মান্ডি এবং আর-একটি হামিরপুর। মান্ডি থেকে বিজেপি প্রার্থী করেছে বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাউতকে। তাঁকে লড়তে হচ্ছে কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিংয়ের বিরুদ্ধে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের পুত্র বিক্রমাদিত্য। মান্ডি বরাবরই বিক্রমাদিত্যদের পরিবারের দুর্গ। এখানকার বর্তমান সাংসদ বীরভদ্র সিংয়ের বিধবা পত্নী প্রতিভা দেবী সিং।

হামিরপুরে বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। বাবার পদত্যাগের পর এই হামিরপুর থেকেই অনুরাগ সংসদে নির্বাচিত হন ২০০৮ সালে। এর পর জয়ের হ্যাটট্রিক করেছেন তিনি। জিতেছেন ২০০৯, ২০১৪ এবং ২০১৯-এর নির্বাচনে। এবার তাঁর বিরুদ্ধে কংগ্রেস দাঁড় করিয়েছে সতপাল সিং রাইজাদাকে।

পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার

শনিবার শেষ দফার নির্বাচনে পশ্চিমবঙ্গের ৯টি আসনে ভোট নেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ডায়মন্ড হারবার। এই কেন্দ্র থেকে ভোটে লড়ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিএমের প্রতীক উর রহমান এবং বিজেপির অভিজিৎ দাস।

বিহারের পাটলিপুত্র

আকর্ষণীয় লড়াই হচ্ছে বিহারের পাটলিপুত্র কেন্দ্রে। এখানে আরজেডির প্রার্থী হিসাবে লড়ছেন লালুপ্রসাদ যাদবের জ্যেষ্ঠা কন্যা মিসা ভারতী। এই কেন্দ্র থেকে এই তিনবার প্রতিদ্বন্দ্বিতা করছেন মিসা। কিন্তু একবারও জয়ের মুখ দেখেননি। তাঁর বিরুদ্ধে বিজেপি দাঁড় করিয়েছে বর্তমান সাংসদ রাম কৃপাল যাদবকে। মিসা এবং রাম কৃপাল ২০১৪ এবং ২০১৯-এর ভোটেও লড়েছিলেন। এবার জয়ের হ্যাটট্রিক আশা করছেন রাম কৃপাল।

আরও পড়ুন

লোকসভা নির্বাচনের প্রচার শেষ, শনিবার শেষ দফায় পশ্চিমবঙ্গের ৯টি কেন্দ্র-সহ ৫৭টি আসনে ভোট

সাম্প্রতিকতম

করেগুট্টা পাহাড়ে অভিযান সপ্তম দিনে, চাপে মাওবাদীরা, গোপন আস্তানা উদ্ধার

ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে করেগুট্টা পাহাড়ে মাওবাদীদের বিরুদ্ধে বড়সড় অভিযান চলছে। সপ্তম দিনে পাওয়া গেল গোপন আস্তানা, উদ্ধার বিস্তর সামগ্রী।

আধার কার্ড জালিয়াতি রুখতে বড় উদ্যোগ, নিজের নামে কত সিম চলছে জানুন সহজেই

আধার নম্বর ব্যবহার করে জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ। এখন অনলাইন পোর্টালে নিজের মোবাইল নম্বর দিয়ে দেখে নিতে পারবেন আপনার নামে চালু থাকা সব সিমের তালিকা।

দক্ষিণবঙ্গে আজ থেকে আগামী ৪ দিন কালবৈশাখী ও বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে আগামী ৪ দিন ধরে জোরদার কালবৈশাখী ও বৃষ্টির সম্ভাবনা। কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। গরম কমবে, তাপমাত্রা নেমে আসবে ৩০ ডিগ্রির ঘরে। বিস্তারিত আবহাওয়া প্রতিবেদন পড়ুন।

গোলাপ ফুল শুধু নয়, গোলাপ চায়েরও একাধিক গুণ! জানুন নিয়মিত খাওয়ার উপকারিতা

গোলাপ ফুল শুধু সৌন্দর্য বাড়ায় না, গোলাপ চায়েরও অসাধারণ উপকারিতা রয়েছে। গোলাপ চায়ে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিড্যান্টের মতো পুষ্টিগুণ ওজন কমানো, ত্বক ভালো রাখা এবং হার্টের স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে। জানুন কীভাবে বানাবেন গোলাপ চা।

আরও পড়ুন

করেগুট্টা পাহাড়ে অভিযান সপ্তম দিনে, চাপে মাওবাদীরা, গোপন আস্তানা উদ্ধার

ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে করেগুট্টা পাহাড়ে মাওবাদীদের বিরুদ্ধে বড়সড় অভিযান চলছে। সপ্তম দিনে পাওয়া গেল গোপন আস্তানা, উদ্ধার বিস্তর সামগ্রী।

৬ দিন ধরে কাররেগুট্টা পাহাড় ঘিরে রেখেছে ৭ হাজারেরও বেশি জওয়ান, লক্ষ্য মাওবাদী শীর্ষনেতারা

ছয়দিন ধরে বিজাপুরের কাররেগুট্টা পাহাড়ে চলছে বিশাল সেনা অভিযান। লক্ষ্য মাওবাদী শীর্ষনেতাদের আটকানো। বাহিনীর তরফে এটি হতে পারে চূড়ান্ত ধাপ।

ভারত-পাকিস্তান যদি যুদ্ধ হয়, কার পাশে কোন দেশ জেনে নিন

পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর ফের ভারত-পাকিস্তান যুদ্ধের আশঙ্কা। পাকিস্তানের পাশে চীন ছাড়া কেউ নয়, ভারতের পাশে আমেরিকা, রাশিয়া, ইজরায়েল-সহ বড় শক্তিগুলি।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে