Homeখবরদেশ‘মায়ের সম্মানের জন্য আমি হাজার চাকরি হারাতে প্রস্তুত’: কুলবিন্দর কউর

‘মায়ের সম্মানের জন্য আমি হাজার চাকরি হারাতে প্রস্তুত’: কুলবিন্দর কউর

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

গত বৃহস্পতিবার অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতকে চড় মারার অভিযোগে সিআইএসএফ (কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী) কনস্টেবল কুলবিন্দর কউরকে সাময়িক বরখাস্ত ও গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার পর, শুক্রবার তিনি এক সাহসী পোস্টে জানান, “এই চাকরি হারাতে আমি ভয় পাই না… মায়ের সম্মানের জন্য আমি হাজার হাজার এমন চাকরি হারাতে প্রস্তুত।”

কঙ্গনা রানাউত, যিনি হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে জিতেছেন। দিল্লি বিমানের জন্য অপেক্ষা করার সময় এয়ারপোর্টে কুলবিন্দর কউর তাঁকে চড় মেরেছিলেন বলে অভিযোগ। পরে কুলবিন্দর কউর অভিযোগ করেন যে, কঙ্গনা রানাউত কৃষক আন্দোলনকে কটাক্ষ করেছিলেন, যে কৃষক আন্দোলনে তাঁর মা সামিল হয়েছিলেন। 

এই ঘটনার পরপরই কুলবিন্দর কউরকে বরখাস্ত করা হয় এবং একটি তদন্তের আদেশ দেওয়া হয়। শুক্রবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন। বিমানবন্দরে কঙ্গণাকে সপাটে চড় সিআইএসএফ জওয়ানের, কেন মারলেন, জানালেন অভিযুক্ত

কুলবিন্দর কউর সিআইএসএফের একজন কনস্টেবল, এবং তিনি কঙ্গনা রানাউতের একটি মন্তব্যের প্রসঙ্গ তুলে ধরেছিলেন। ২০২০ সালে, যখন দেশব্যাপী কৃষকরা কেন্দ্রের বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন করছিল, তখন কঙ্গনা রানাউত এক কটূক্তি করে একটি টুইট করেছিলেন যা ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল।

এই ঘটনার পর সারা দেশে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং অনেকে যেমন সমালোচনা করেছেন, কেউ কেউ আবার কুলবিন্দর কউরের সাহসিকতার প্রশংসা করছেন। তবে, আইনি পদক্ষেপের প্রেক্ষিতে কী ফলাফল হয়, সেটাই এখন দেখার বিষয়।

কুলবিন্দরের পাশে বিশাল দাদলানি

কুলবিন্দরের পাশে দাঁড়িয়েছেন বলিউডের গায়ক তথা সুরকার বিশাল দাদলানি। তিনি ঘটনার ভিডিয়ো পোস্ট করে সমাজ মাধ্যমে লিখেছেন, ‘আমি হিংসাকে সমথর্ন করি না। কিন্তু তাঁর রাগের কারণ বুঝি।’ একই সঙ্গে সিআইএফ জওয়ানের পাশে দাঁড়িয়ে জানিয়েছেন, চাকরি গেলে তাঁর চাকরির ব্যবস্থা করে দেবেন তিনি। তাঁর দাবি, কুলবিন্দরের জন্য কাজ তিনি পরিস্থিতি তেমন হলে তিনি যে কোন সময় কাজে যোগ দিতে পারবেন। পোস্টে শেষে তিনি লিখেছেন, ‘জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিসান স্লোগান।’

সাম্প্রতিকতম

মেয়াদ পেরিয়ে তিনবছরেও টাকা তোলেননি? ফ্রিজ করা হবে ডাকঘরের সঞ্চয় প্রকল্পের অ্যাকাউন্ট

ডাকঘরের স্বল্প সঞ্চয় প্রকল্পে ম্যাচুরিটির তিনবছর পরও টাকা না তোললে ফ্রিজ হবে অ্যাকাউন্ট। বছরে দু’বার এই প্রক্রিয়া চালু করবে ডাকবিভাগ।

ভিড় সামলাতে বাড়ল ট্রেন, ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় চলবে অতিরিক্ত ৫ লোকাল

নিত্যযাত্রীদের চাপ সামলাতে ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় রেল চালু করল অতিরিক্ত ৫টি লোকাল ট্রেন। পাশাপাশি বদলানো হল একটি পুরনো ট্রেনের সময়ও। জেনে নিন বিস্তারিত সময়সূচি।

ফাস্টফুড-ঠান্ডা পানীয় খেলেই আয়ু কমছে মিনিটে মিনিটে! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—একটা হটডগ খেলেই আয়ু কমছে ৩৬ মিনিট! ঠান্ডা পানীয়, বার্গার, স্যান্ডউইচেও বিপদ লুকিয়ে। জেনে নিন স্বাস্থ্যকর বিকল্প কী হতে পারে।

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে নিয়োগ, আবেদন অনলাইনে, বেতন ১ লক্ষের বেশি

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে ৭৬টি অফিসার পদে নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার পদে আবেদন ১১ অগস্ট পর্যন্ত। জেনে নিন বেতন, বয়স ও আবশ্যিক যোগ্যতা।

আরও পড়ুন

মুম্বইয়ের ট্রেনে ভিড় কমাতে অফিস টাইমে বড়সড় পরিবর্তনের ভাবনা, টাস্ক ফোর্স গঠন করে প্রক্রিয়া শুরু

মুম্বইয়ে লোকাল ট্রেনের ভিড় কমাতে সরকারি-বেসরকারি অফিসের সময় বদলের পরিকল্পনা। নতুন টাইমিং পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।

ছত্তীসগঢ়ে ৬ বছরে ১৭৭ নিরাপত্তারক্ষীর আত্মহত্যা, ১৮ জন খুন, সরকারি পরিসংখ্যানে উদ্বেগ

ছত্তীসগঢ়ে ২০১৯ থেকে জুন ২০২৫-এর মধ্যে আত্মহত্যা করেছেন ১৭৭ নিরাপত্তারক্ষী, যার মধ্যে প্রায় ৪০ জন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর। মানসিক চাপ, পারিবারিক সমস্যা, আসক্তি—সব মিলিয়ে বাড়ছে উদ্বেগ।

মনরেগায় দুর্নীতি ঠেকাতে ব্যর্থ অ্যাপ ব্যবস্থা, ছবি যাচাইয়ের দায় পঞ্চায়েতের ঘাড়েই চাপল কেন্দ্র

MGNREGA-তে ডিজিটাল উপস্থিতি নিশ্চিত করতে চালু হয়েছিল NMMS অ্যাপ। কিন্তু ছবির জালিয়াতি রুখতে ব্যর্থ হওয়ায়, এবার ছবি যাচাইয়ের দায়িত্ব দেওয়া হল গ্রাম পঞ্চায়েতকে।